সাকিব-তাসকিন ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ/ ফাইল ছবি
নিষেধাজ্ঞার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে কাটা পড়েছিল সাকিব আল হাসানের নাম। আর জাতীয় দল থেকে ছিটকে পড়া তাসকিন আহমেদ বাদ পড়েছিলেন চুক্তি থেকে। দীর্ঘ বিরতি শেষে চলতি বছর দু’জনই ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তারই ধারাবাহিকতায় অচিরেই দু’জনকে ফেরানো হবে কেন্দ্রীয় চুক্তিতেও।
তবে সাকিবকে তিন ফরম্যাটেই ফেরানো হবে। আর টি-টোয়েন্টি বাদে বাকি দুই ফরম্যাটের জন্য চুক্তিতে থাকবেন তিন বছর পর চুক্তিতে ফিরতে যাওয়া তাসকিন আহমেদ। বিসিবি জানাচ্ছে, তাসকিনের ওপর কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসছে বোর্ড সভাতেই, ক্রিকবাজকে এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে কতজন ক্রিকেটার খেলবেন এ নিয়ে সিদ্ধান্তটা আসবে আগামী সভায়। আর এ বিষয়ে গত সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম।’
কী ভিত্তিতে নাম বাছাই করা হবে চুক্তির জন্য? এ উত্তরও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। বললেন, ‘নিকট অতীতের পারফরম্যান্সকে বিবেচনায় রেখে বাছাই প্যানেল এবং ক্রিকেট অপারেশন কমিটি নামগুলি প্রস্তুত করছে। পরবর্তী বোর্ড সভায় নামগুলো পেলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
বিজ্ঞাপন
কেন্দ্রীয় চুক্তি মূলত জানুয়ারি থেকে ডিসেম্বরের জন্য করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার কিছুটা দেরিই হচ্ছে। কারণ হিসেবে নিজামউদ্দিন চৌধুরী জানান করোনাকালে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট না থাকার কথা।
সর্বশেষ চুক্তিতে ছিলেন ১৭ জন ক্রিকেটার। তবে নতুন চুক্তিতে সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে ১৮-তে। ক্রিকবাজ আরো জানাচ্ছে, এবারের চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক হতে যাচ্ছে মুশফিকুর রহিমের। থাকছেন শেষ কিছুদিন ধরে ছন্দহীন লিটন দাসও। আর মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানকে রাখা হবে যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে। আর তাসকিনকে টি-টোয়েন্টি বাদে অন্য দুই ফরম্যাটে।
টি-টোয়েন্টিতে না রাখার বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ জানান, ‘তাসকিনের ওপর আমরা বাড়তি কাজের চাপ দিতে পারি না। শ্রীলঙ্কার বিপক্ষে সে অনেক বেশি বল করেছে। ওয়ানডের পরিকল্পনাতেও সে আছে। তবে টি-টোয়েন্টিতেও যদি আমরা তাকে খেলাই তাহলে সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।’
এনইউ