র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি নিয়ে যা বলছেন কোচ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। ক্রমাগত বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে টাইগাররা ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশম স্থানে নেমে গেছে। গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল।
দলের এমন বাজে অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল। আজ (মঙ্গলবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটি অবশ্যই হতাশাজনক। শুধু কোচ হিসেবে নয়, একজন বাংলাদেশি হিসেবেও এই চিত্র খারাপ লাগে। অনেক উন্নতির কথা বলি হয়তো, কিন্তু মাঠে যদি সেই খেলাটা খেলতে না পারি র্যাঙ্কিংয়ে যদি উন্নতি করতে না পারি, অবশ্যই খারাপ লাগে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে ১০ম স্থানে। আবার ধীরে ধীরে কমে আসছে ওয়ানডে ম্যাচের সংখ্যাও। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময়ই ওয়ানডে থেকে দূরে থাকতে হতে পারে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরইমাঝে ওয়ানডে বাদ দিয়ে পরিবর্তে কেবল টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেটাররা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিলে এই বিপর্যয় সামলানো সম্ভব বলে দাবি কোচ বাবুলের, ‘কিছুদিন আগেও বললাম যে সবারই দায়িত্ব (রয়েছে)। আমাদের খেলোয়াড়দের দায়িত্ব ভালো ক্রিকেট খেলা। দেশের মান উন্নয়ন করা ও র্যাঙ্কিংয়ে ওপরে নিয়ে যাওয়া (তাদের ওপর)। যা আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশা-আল্লাহ। আবার যে স্থানে আছি এরচেয়ে ওপরে নিয়ে যাওয়া দায়িত্ব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকেটের বাইবেলখ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলই যাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে (দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া)। তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে ৯ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে। বাংলাদেশ সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে ১০ম স্থানে।
এসএইচ/এএইচএস