আনিসুল-রাকিনের ব্যাটে প্রথম জয় ওল্ড ডিওএইচএসের
সংক্ষিপ্ত স্কোর-
পারটেক্স: ৭৭/৪, ১৫ ওভার (তাসামুল ১৮, মুসা ১৭, ধীমান ১৭, মিলন ১৭; রাকিবুল ২/৮)
ওল্ড ডিওএইচএস: ৭৮/০, ১১.৩ ওভার (রাকিন ৪৩*, ইমন ৩৩*)
ফল: ওল্ড ডিওএইচএস ১০ উইকেটে জয়ী।
বিজ্ঞাপন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ (শনিবার) সকালের ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের তলানির দুই দল ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। কম বাজেটের এই দুই দলে নেই কোনও তারকা ক্রিকেটার। সে হিসেবে ম্যাচে ছিল না কোনও উত্তাপ।
সকালে টানা বৃষ্টির ফলে মিরপুর শেরেবাংলার এই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করে ওল্ড ডিওএইচএসকে ৭৮ রানের লক্ষ্য দেয় পারটেক্স। পরে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় ওল্ড ডিওএইচএস।
বিজ্ঞাপন
লক্ষ্য টপকাতে নেমে কোনও ভুল করেননি ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ। ১০ উইকেটে পাওয়া জয়ে আনিসুল অপরাজিত থাকেন ৩৩ বলে সমান ৩৩ রান করে। রাকিবের ব্যাট থেকে আসে ৪৩ রান। এটিই এবারের টুর্নামেন্টে ওল্ড ডিওএইচএসের প্রথম জয়।
মিরপুরে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওল্ড ডিওএইচএস। দলের হয়ে ইনিংস শুরু করেতে নেমে শূন্য রানে আউট হন হাসানুজ্জামান। গত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা আব্বাস মুসা এ ম্যাচে সুবিধা করতে পারেননি, ফিরেছেন ১৭ রান করে।
তাসামুলের হকের ১৮ ও শেষদিকে অপরাজিত দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন মিলন এবং ধীমান ঘোষের সমান ১৭ রানের উপর ভর করে নির্ধারিত ১৫ ওভার শেষে স্কোর বোর্ডে ৭৭ রানের সংগ্রহ পায় পারটেক্স ক্রিকেট ক্লাব।
৭৮ রানের লক্ষ্য টপকাতে নেমে কোনও ভুল করেননি ওল্ড ডিওএইচএসের দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ। পারটেক্স বোলারদের কোনও সুযোগ না দিয়ে সাবলীল ব্যাটিং করে ম্যাচ বের করে নেন তারা। ২১ বল হাতে রেখে ১০ উইকেটে পাওয়া জয়ে ৩৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন রাকিন, ইমন খেলেন অপরাজিত ৩৩ রানের ইনিংস।
টিআইএস/এটি