অলিম্পিকের জন্য মনোবিদ পাচ্ছেন বাকী
শুটিং অত্যন্ত মনঃসংযোগ নির্ভর খেলা। মনোযোগের একটু ব্যত্যয় ঘটলে ফলাফল বদলে যায়। টোকিও অলিম্পিকে আব্দুল্লাহ হেল বাকীর ভালো স্কোরের জন্য মনোবিদ দিচ্ছে শুটিং ফেডারেশন।
ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ ( অপু) বলেন ‘আমরা বিকেএসপিকে চিঠি দিয়েছি তাদের মনোবিদকে অলিম্পিকের আগে বাকীকে সময় দেয়ার জন্য। আমরা মনে করি বাকী মনোবিদ পেলে তাঁর পারফরম্যান্স উন্নতি হবে।’ সবকিছু ঠিক থাকলে এই ক্রীড়া মনোবিদ আসন্ন টোকিও অলিম্পিক গেমসের পূর্ব পর্যন্ত আব্দুল্লাহ হেল বাকির মনস্তাত্ত্বিক বিষয়াদি দেখভাল করবেন।
বিজ্ঞাপন
টোকিও অলিম্পিকে সুযোগ প্রাপ্ত বাংলাদেশের একমাত্র ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টের শ্যূটার আব্দুল্লাহ হেল বাকীর প্রশিক্ষণ স্থানীয় কোচ গোলাম শফিউদ্দিন খানের অধীনে চলছে। অলিম্পিকে সুযোগ পাওয়া এই শুটারের খাবার, স্বাস্থ্যসেবা,শরীরচর্চার বিষয় আলাদা গুরুত্ব দিয়ে দেখছে শুটিং ফেডারেশন। বাকী গত রিও অলিম্পিকেও অংশ নিয়েছেন।
টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। বাকীর অবশ্য আগে থেকেই দুই ডোজ দেওয়া রয়েছে।
বিজ্ঞাপন
এজেড/এটি