ভারত-পাকিস্তান সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। যদিও এরই মধ্যে ভারত ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের ফিরে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনেক ফ্র্যাঞ্চাইজিই বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে। এর মধ্যে চলমান আসরের বাকি ম্যাচগুলোর জন্য অনেক দল অস্থায়ী ভিত্তিতে নতুন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করছে। 

দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি না হওয়ায় তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুর রহমানকে। এর মধ্যে তারকা পেসার মিচেল স্টার্ককে নিয়েও দুঃসংবাদ পেল দিল্লি। 

ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, আইপিএলের বাকি অংশ খেলতে ভারতে ফিরছেন না দিল্লির সঙ্গে চুক্তিবদ্ধ মিচেল স্টার্ক। এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন বলেও খবর।  

আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। স্টার্কও এ তালিকায় আছেন। এখন পর্যন্ত দিল্লির সর্বোচ্চ উইকেট শিকারি অজি এই তারকা পেসার। ১১ ম্যাচে ২৬.১৪ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তিনি।

স্টার্ক ছাড়াও প্রোটিয়া ব্যাটার ফ্যাফ ডু প্লেসির ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ছাাড় ট্রিস্টান স্টাবস জানিয়েছেন যে তিনি শুধু লিগ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য ফিরছেন, তারপর তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ছাড়বেন।

এদিকে, জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় দলে ভেড়ানো মুস্তাফিজের আইপিএলে খেলাও এখনো ঝুলে আছে। টুর্নামেন্টটিতে খেলতে ইতোমধ্যে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন টাইগার এই পেসার। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই বিসিবির ওপর। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ।

এফআই