পিএসএলে যাচ্ছেন মিরাজ, সাকিবের দলে খেলা নিয়ে যা বললেন
দু’দিন আগে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল থেকে খেলার প্রস্তাব পান মেহেদী হাসান মিরাজ। বিসিবির অনুমতি ও জাতীয় দলের বাইরে থাকায় সবুজ সংকেতও দিয়েছেন দ্রুতই। চলতি পিএসএলের একেবারে শেষদিকে বাংলাদেশের এই অলরাউন্ডারকে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। সে লক্ষ্যে আজ (মঙ্গলবার) দেশ ছাড়ছেন মিরাজ।
পিএসএলের প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। গতকাল (সোমবার) দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে মেহেদি মিরাজকে।
বিজ্ঞাপন
সেই পিএসএল খেলতে আজ রাতে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বেন মিরাজ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মিরাজ জানান, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’
— Lahore Qalandars (@lahoreqalandars) May 20, 2025
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। এক পোস্টে তারা লিখেছে ‘মেহেদী হাসান মিরাজ এখন থেকে একজন “কালান্দার”! বাংলাদেশি তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার জায়গায়। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!’
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর আগে শনিবার ক্যারিয়ারে প্রথমবার পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। তবে দলটির জার্সিতে সাবেক বাংলাদেশ অধিনায়কের অভিষেকটা সুখকর হয়নি। প্রথম বলেই আউট হয়েছেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। তবে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার ভালো না করলেও লাহোর সেই ম্যাচ জিতে পিএসএলের প্লে-অফ নিশ্চিত করে।
এসএইচ/এএইচএস