সংসদ সদস্যের সঙ্গে ঘর বাঁধছেন রিংকু
মাত্রই আইপিএল শেষ করেছেন। ঘরোয়া ক্রিকেটে নেই ব্যস্ততা। ভারতের আন্তর্জাতিক সূচিতেও আছে অখন্ড অবসর। বিয়ের জন্য এরচেয়ে উপযুক্ত সময় হয়ত ছিল না রিঙ্কু সিংয়ের জন্য। ভারতের এই তারকার বিয়েটাই হতে পারতো খবরের শিরোনাম। তবে জীবনের ইনিংসে যার সঙ্গে পার্টনারশিপ গড়ছেন, সেটা একটা আলাদা শিরোনাম হওয়ার দাবি রাখে।
রিংকু সিং নিজে ক্রিকেটার। আর সম্পর্কটা করছেন রাজনীতির সঙ্গে। সরাসরি একজন সংসদ সদস্যকেই যে বিয়ে করছেন এই ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন রিঙ্কু সিং। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তাদের বাগদানের ছবি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
বিজ্ঞাপন
আইপিএলে এবার তেমন করে আলোচনায় আসেননি রিঙ্কু। দলগত বাজে পারফরম্যান্সে আগেভাগেই বাদ পড়েছে রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও নেই তার নাম। কাছাকাছি সময়ে বাইশ গজের ব্যস্ততা না থাকায় জীবনের নতুন ইনিংস খেলতে নেমেছেন এই ক্রিকেটার।
— Dipankar Kumar Das (@titu_dipankar) June 8, 2025
তবে সংসদ সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’ অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’
বিজ্ঞাপন
বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২২ সালে বাবার নির্বাচনী প্রচারে এসে প্রথম নজর কেড়েছিলেন। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি উত্তরপ্রদেশের মছলীশহর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। আর রিংকুর গল্প তো সবার জানা। ২০২৩ আইপিএল থেকে রীতিমত উড়ছেন এই ব্যাটার।