মুস্তাফিজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি
পাঁচ উইকেট শিকার করেছেন সালাউদ্দিন শাকিল (বাম থেকে দ্বিতীয়)/বিসিবি
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিকে ধরা হয় ব্যাটসম্যানদের খেলা। চার-ছক্কার ফুলঝুরি দেখতেই অপেক্ষায় থাকেন সমর্থকরা। তবে বোলারদের কাজ শুধু রান আটকানো বা ওভার শেষ করাই নয়। ১০ ওভারের ক্রিকেড়ে একজন ৪ বোলার ওভার হাত ঘুরানোর সুযোগ পেলেও এই মধ্যেই ঘুরেই দিতে পারেন ম্যাচের ভাগ্য।
চলমান ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটসম্যানদের থেকে আধিক্য বেশি দেখাচ্ছেন বোলাররা। টুর্নামেন্টের শুরুর দিকেই হ্যাটট্রিকের দেখা মিলেছে। ব্রাদার্সের আলাউদ্দিন বাবু এই অর্জন করে দিয়েছিলেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে বাজিমাত করেন মুস্তাফিজর রহমান। এবার সে পথে হাঁটলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল।
বিজ্ঞাপন
টুর্নামমেন্টের ষষ্ঠ ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৫ উইকেট নেন শাকিল। একে একে ফেরান তাসামুল হক (৬), আব্বাস মুসা (২০), ধীমান ঘোষ (১৯), জুবায়ের হোসেন (১) ও শাহাদাত হোসেনকে (০)। এনিয়ে বাংলাদেশের ১৬তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট পেলেন শাকিল।
এর আগে মুস্তাফিজ, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মাশরাফি মুর্তজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন, নাসির হোসেন, তাসকিন আহমেদ, আবুল হাসান, রবিউল ইসলাম, শফিউল ইসলাম, মুক্তার আলী, আফিফ হোসেন, সাকিব আল হাসান ও ইলিয়াস সানী পান পাঁচ উইকেট। এদের মধ্যে সাকিব একাই ৫ উইকেট পেয়েছেন চারবার।
বিজ্ঞাপন
পাঁচ উইকেট নিয়ে ৬ ম্যাচে শাকিলের উইকেট সংখ্যা ১১টি। ১৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। তবে লিগে উইকেট শিকারে দ্য ফিজকে ঠিকই চ্যালেঞ্জ জানাচ্ছেন মুন্সিগঞ্জের ৩১ বছর বয়সী এই শাকিল!
টিআইএস/এটি