ছিটকে গেলেন ভারতের হার নিশ্চিত করা ইংলিশ বোলার
পেন্ডুলামের মতো দু’দিকেই দুলছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টের ভাগ্য। জয় পেতে ৫৬ রান বাকি থাকতেই ভারত নবম উইকেট হারায়। এরপর শেষ উইকেটে রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ মিলে তুলে নিয়েছিলেন ২৩ রান। ঠিক তখনই শোয়েব বশিরের নাটকীয় একটি বল পেছনে যেতে যেতে ভেঙে দেয় সিরাজের স্টাম্প। রোমাঞ্চকর ম্যাচে ইংলিশদের ২২ রানে জয় নিশ্চিত করা বশির সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘শোয়েব বশিরের বাঁ-হাতের আঙুলে চিড় ধরেছে। ফলে ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টে আর খেলতে পারবেন না। তার আঙুলে অস্ত্রোপচার করা হবে এই সপ্তাহ শেষে। আগামী কয়েকদিনের মধ্যে ম্যানচেস্টার টেস্টের দল ঘোষণা করা হবে।’
বিজ্ঞাপন
লর্ডসে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন শোয়েব বশির। তার আঙুলের হাড়ে চিড় ধরেছে। সেই অবস্থা নিয়েই অবশ্য বল করেছেন তিনি। এমনকি শেষ উইকেটটি আসে তার ঘূর্ণিতে। তাকে সিরিজের বাকি দুই টেস্টের আগে হারিয়ে ফেলায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘ব্যাশের (বশির) জন্য এটি ভালো খবর নয়। আমাদের পুরো দলের জন্যই এটি হতাশার। সে ২১ বছর বয়সী, তার বেশ বাজেভাবে আঙুল ভেঙেছে।’
— England Cricket (@englandcricket) July 14, 2025
লর্ডসে শেষ বলের নায়ক বশির ইনজুরি নিয়ে ব্যাট করতেও নেমেছিলেন। যদিও তার ইনিংসটি তেমন দীর্ঘ (৯ বলে ২) হয়নি। ইনজুরি সত্ত্বেও শোয়েব বশিরের দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন স্টোকস, ‘এমনকি সে ব্যাট করতেও গেছে। তাকে বলারও দরকার হয়নি, নিজ থেকে প্যাড পরেছে, আঙুলে স্ট্র্যাপ জড়িয়েছে। যখনই তার দিকে তাকিয়েছি যেন মুখভঙ্গিতে আশ্বস্ত করতে চেয়েছে, “আমি আছি।” এরপর ম্যাচটা যেভাবে শেষ হলো তা ভাগ্যেই লেখা ছিল।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
লর্ডস টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। যেখানে জয়ের নেপথ্যে মূল ভূমিকাটা ছিল বেন স্টোকস, জো রুট ও জোফরা আর্চারদের। তবে বশিরের হাতেই শেষ হয়েছে ভারতের ইনিংস। লর্ডসে ইংলিশদের বোলিংয়ে মূল নেতৃত্বটা দিয়েছেন পেসাররা। তবে প্রথম ইনিংসে ১ উইকেট শিকারের পর শোয়েব বশির দ্বিতীয় ইনিংসে ৫.৫ ওভারে ৬ রান দিয়ে সিরাজের শেষ উইকেটটি তুলে নেন। ছিটকে যাওয়া এই অফ স্পিনারের জায়গায় এখনও নতুন নাম ঘোষণা করেনি ইসিবি।
আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ এবং ৩১ জুলাই থেকে দ্য ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
এএইচএস