বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব পাওয়ার দৌড়ে ছিল আগের সঙ্গী গাজী টিভি। ছিল বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসও। কিন্তু নিলামে সবাইকে হারিয়ে প্রায় ১৮ কোটি টাকার বিনিময়ে শেষমেশ টিভি স্বত্ব কিনে নিয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক।

গাজী গ্রুপের সঙ্গে টেলিভিশন সম্প্রচার চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবির। এমনিতে চার বছরের সম্প্রচার চুক্তিতে যায় টাইগার বোর্ড। তবে এবার করোনার কারণে শুধুমাত্র উইন্ডিজ সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রয়ের দরপত্র আহ্বান করেছিল। যেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। এবার নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব পেতে টি স্পোর্টস দাম হাঁকিয়েছিল ১৩ কোটি টাকা। গাজী গ্রুপ দিতে চেয়েছিল ১৭ কোটি টাকা। তবে তাদের ছাপিয়ে ১৭ কোটি ৯০ লাখ টাকা দাম হাঁকায় বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেক। এতেই সবাইকে পিছনে ফেলে বাংলাদেশ বনাম উইন্ডিজ সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব পেয়ে যায় তারা।

ব্যান-টেক টিভি স্বত্ব কিনলেও ঠিক কোন চ্যানেলে খেলা দেখাবে বা কারো কাছে এই সম্প্রচার স্বত্ব বিক্রয় করবে কীনা সেটি এখনো পরিষ্কার করেনি তারা। জানা গেছে, তাদের নির্ধারিত টেলিভিশন চ্যানেল রয়েছে।

প্রথমবারের মতো স্পোর্টস চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ ঘটে টি স্পোর্টসের। শুরুতে ফুটবলে বাংলাদেশ-নেপাল ম্যাচের পাশাপাশি ফেডারেশন কাপও সরাসরি সম্প্রচার করছে তারা। কাতারের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও দেখিয়েছিল চ্যানেলটি।

ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টও সম্প্রচার করেছে টি স্পোর্টস। কিছুদিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেলিভিশন স্বত্ব পেয়েছিল টি স্পোর্টস। এবার ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ। এই সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। তবে এই সিরিজের স্বত্বটা শেষমেশ পায়নি তারা।

পুরো সিরিজ জুড়ে মাঠে দর্শক প্রবেশের অনুমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিকভাবেই টেলিভিশন পর্দায় চোখ থাকবে সমর্থকদের।

এনইউ/টিআইএস/এটি