নর্দান টেরিটরিকে ১৭৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আবারো দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ 'এ' দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় বড় রান করতে পারেনি তারা। অবশ্য শেষদিকে ইয়াসির আলি রাব্বির ক্যামিওতে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে বাংলাদেশ।
ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান।
বিজ্ঞাপন
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় ফিফটির দেখা পায় দল। ১১ বলে ২৫ রান করে নাঈম ফিরলে ভাঙে ৫৫ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ব্যর্থ সাইফ হাসান। ১০ বল খেলে করেছেন মাত্র ৩ রান। মিডল অর্ডারে আফিফ হোসেন রান পেলেও অনেক ধীরগতির ব্যাটিং করেছেন। তাতে উল্টো চাপে পড়েছে দল। ৪০ বলে অপরাজিত ৪১ করেছেন তিনি।
বিজ্ঞাপন
শেষদিকে সোহান-রাব্বিরা রানের গতি বাড়িয়েছেন। সোহান ২৩ বলে করেছেন ৩৫ রান। আর রাব্বি ১৩ বলে অপরাজিত ২২ রান করেছেন।
এইচজেএস