বিব্রত সাব্বির কথা বলেছেন সানীর সঙ্গে
ইলিয়াস সানী ও সাব্বির রহমান/ফাইল ছবি
সাব্বির রহমান ও ইলিয়াস সানী দুজনই দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তবে সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে বেশ জলঘোলা হয়। সানীর অভিযোগ সাব্বিরের বিপক্ষে, তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন সাব্বির। কটু কথাও বলেছেন। কিন্তু সে সবের প্রমাণ পায়নি সিসিডিএম। তবে বিবাদে জড়ানোর জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সাব্বিরকে।
সাব্বির বলছেন, ঘটনাটি যেভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, সেটি তার জন্য বিব্রতকর। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান।
বিজ্ঞাপন
সেই পোস্টে সাব্বির লিখেছেন, ‘সানী ভাই আমার বড় ভাইয়ের মতো, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণI দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলছিI আমাদের দুজনকে কেন্দ্র করে যে অপ্রীতিকর বিষয়টি মিডিয়াতে এসেছে, সেটি আমার জন্য বিব্রতকর, কারণ তাকে আমি সম্মান করি একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে।’
আরও লিখেছেন সাব্বির, ‘আমাদের দুজনের মধ্যে আজকেও কথা হয়েছে এবং আমাদের মধ্যে কোনও ভুল বুঝাবুঝি নেই। সবাই ভালো থাকবেন।’
বিজ্ঞাপন
ঘটনাটি গত ১৬ জুন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। বিকেএসপির আলাদা দুই ভেন্যুতে খেলা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল স্পোর্টিং ক্লাবের। রূপগঞ্জের হয়ে খেলছেন সাব্বির। ইলিয়াস সানি খেলছেন শেখ জামালের হয়ে। তখনো রূপগঞ্জের খেলা শুরু হয়নি, চলছিল শেখ জামালের ম্যাচ।
খেলা চলাকালীন ফিল্ডিং করা ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে মাঠের বাইরে থেকে ইট ছুড়ে মারেন সাব্বির। পরে বর্ণবাদী আচরণও করেন বলে অভিযোগ করেছে শেখ জামাল। এমন অভিযোগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বরাবর লিখিত অভিযোগ করেছে। তবে সেই অভিযোগের সত্যতা মেলেনি ম্যাচ রেফারির রিপোর্টে।
তবে খেলা চলাকালীন বিবাদে জড়ানোয় বৃহস্পতিবার সিসিডিএম শুনানি শেষে সাব্বির ও শেখ জামাল ম্যানেজার সুলতান মাহমুদকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে। সতর্ক করা হয়েছে সানীকে।
টিআইএস/এনইউ