বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ততা না ভুলতেই এবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আফগানিস্তান মোকাবিলা করবে। এই লড়াইয়ের আগে নিজের দলের ওপর বিশ্বাস আছে বলে জানালেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ভিন্ন ফরম্যাট বলে তিনি টি-টোয়েন্টিতে হারের ক্ষত সারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী।

ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শহিদী বলেন, ‘আমার মনে হয় দুটি দলই ভালো। যে দল পুরো সিরিজ জুড়ে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আফগানিস্তানের অধিনায়ক হিসেবে আমি বাংলাদেশের নাম বলতে পারি না। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। আমাদের একটি ভালো দল আছে। অতীতে আমরা ওডিআই ফরম্যাটে বেশ ভালো ক্রিকেট খেলেছি। তাই ইনশাআল্লাহ আমরা এখানে লড়াই করার জন্য এসেছি এবং আমরা সিরিজটি উপভোগ করব। আমরা লড়াই করব এবং ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো।’

টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডেতে আফগানিস্তান ঘুরে দাঁড়াতে পারে সেই বিশ্বাস আছে শহীদির। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেলেছে বলেও কৃতিত্ব দিয়েছেন আফগান অধিনায়ক। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য আফগানিস্তানের। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ১১ এবং বাকি ৮টিতে আফগানরা জিতেছে।

জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা জানিয়ে শহীদি বলেন, ‘আমার দলের ওপর শতভাগ আস্থা আছে। টি-টোয়েন্টি এবং ওডিআই দুটি ভিন্ন ফরম্যাট। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো খেলেছে। কিন্তু আমি আগেই বলেছি, ওডিআই ভিন্ন ফরম্যাট এবং আমরা সাম্প্রতিক অতীতে অনেক ভালো ক্রিকেট খেলেছি। তাই আমি আত্মবিশ্বাসী। আশা করি আমরা ভালো শুরু করব এবং প্রথম ম্যাচ থেকেই ফলাফল পেতে আমাদের শতভাগ দেবো এবং পরের ম্যাচেও তা ধরে রাখব।’

এসএইচ/এএইচএস