শনিবার সকাল থেকে টানা বৃষ্টি, এর প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি। বিকেএসপিতে বৃষ্টি শুরুর আগে টস হলেও লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে কোনও বলই মাঠে গড়ায়নি। এই ম্যাচটি স্থগিত হয়ে গেছে। আবার মাঠে গড়াবে সুবিধাজনক সময়ে।

মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদ আর ফরহাদ রেজাদের ম্যাচটি পরিত্যক্ত হলেও বিকেএসপিতে সাব্বির রহমানদের ম্যাচটি পরিত্যক্ত হচ্ছে না। ঢাকা লিগের বাইলজে বলা আছে, কোন ম্যাচে টস হলেও যদি একটি বলও মাঠে না গড়ায় তাহলে সে ম্যাচটি পরবর্তীতে উপযুক্ত কোনো সময়ে আয়োজন করা যাবে। ফলে পারটেক্স আর রূপগঞ্জের ম্যাচটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

সুপার লিগে মিরপুরে আজ শনিবার আরও দুটি ম্যাচ আছে। দুপুর ২টায় মাঠে নামার কথা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এই ম্যাচটি দুপুর দেড়টায় টসের সময় থাকলেও নির্ধারিত সময়ে টস হয়নি। টানা বৃষ্টির কারণে এখনো সরেনি উইকেটের কাভার। বর্তমান আবহাওয়ার যে ধরণ, তাতে সহসা বৃষ্টি কমার লক্ষণ নেই।

দিনের শেষ ম্যাচটি হাইভোল্টেজ। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হওয়ার কথা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের। টেলিভিশন পর্দায় সরাসরি সম্প্রচার হওয়ায় ঐতিহ্যবাহী দুই দলের এই ম্যাচটি ঘিরে সমর্থকদের বাড়তি রোমাঞ্চ ছিল। তবে বৃষ্টি ভালো বার্তা দিচ্ছে না। 

তবে মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সমর্থকদের জন্য স্বস্তির খবর, আজ ম্যাচ দুটি না হলেও পরবর্তী কোন এক সময়ে মাঠে গড়াবে।

টিআইএস/এটি