আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলতে না ভুলতেই এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা।

আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে বিসিবি। প্রধান নির্বাচক জানিয়েছেন নিজেদের ব্যাটিং দুর্বলতা এক্সপোজ হওয়ার কথা।

বিসিবির এক ভিডিও বার্তায় গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সম্প্রতি আমরা সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টিতে উল্লেখযোগ্য কিছু সফলতা পেয়েছি। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্স আমাদের নিকট অতীতের সাফল্যগুলোকে পুরোপুরি ম্লান করে দিয়েছে।’

‘এমন (আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ) একটা পারফরম্যান্স আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত এমনকি যারা খেলেছে— আমার মনে হয় কেউই আশা করেনি এমন রেজাল্ট হতে পারে। এটা একদম এক্সপোজড হয়েছে আমাদের দুর্বলতা। বিশেষ করে আমাদের ব্যাটিংয়ের দুর্বলতা ফুটে উঠেছে। অবশ্যই, যত দ্রুত সম্ভব আমাদের ওভারকাম করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ দলে রশিদ কিংবা তাদের মানের কোনো স্পিনার না থাকায় স্বস্তি পাচ্ছেন গাজী আশরাফ, ‘আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবির সেই পিচেও খেলছি না। ঘরের মাঠে মিরপুরের উইকেটে খেলছি এবং প্রকিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য স্পিনার যারা ছিল উঁচু মানের সেরকম স্পিনারদের মুখোমুখি করতে হচ্ছে না। এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। কষ্টটা এখনো বয়ে বেড়াতে হচ্ছে খেলোয়াড়দের।’

এসএইচ/এফআই