বয়কট করা ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মিঠুনরা
বিসিবির নির্বাচন শেষে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন পরিচালকরা। সভাপতি হিসেবে আবারো দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনের পর ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা দেশের ঘরোয়া ক্রিকেটের সব লিগ বর্জনের ঘোষণা দেন।
গেল ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের ঘোষণা দিয়েছিলেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। স্পষ্ট করে জানানো হয় বিসিবি নির্বাচন নিয়ে ক্ষোভ থাকায় ঘরোয়ার কোনো লিগে খেলবেন না তারা। এবার এসব লিগ বর্জন করা ক্লাবগুলোর সঙ্গে বসতে যাচ্ছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা জানেন বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ঝামেলা চলছে। ওই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু কোয়াব থেকে চেষ্টা করছিলাম ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করতে যাতে খেলাটা বন্ধ না হয়, খেলাটা যেন মাঠে থাকে। উনারা আমাদেরকে পজিটিভ রেসপন্স করেছে। আমরা বেশকিছুদিন ধরে আলোচনা করছিলাম। শেষ পর্যন্ত আজকে একটা সুখবর এসেছে, উনারা আমাদের সঙ্গে বসতে চাচ্ছেন। হয়তবা কালকে অথবা দ্রুত সময়ের মধ্যে আমরা উনাদের সঙ্গে একটা আলোচনা করব। আশা করছি উনাদের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো।’
ক্রিকেটারদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন দাবি করে মিঠুন বলেন, ‘দেখুন— আমাদের ভাবনাটা হচ্ছে ঢাকা ক্রিকেট লিগের সঙ্গে প্রায় ২ হাজার পরিবার জড়িতে। এখানে কোয়ালিফাইং থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত অনেক খেলোয়াড় আছে। এটা কিন্তু আমাদের আয়ের একটা মূল উৎস। গত বছরও দেখেছেন দেশের পরিস্থিতির কারণে খেলোয়াড়রা কষ্ট করেছে। খেলোয়াড়রা তাদের পরিবার চালানো, জীবন চালানো নিয়ে স্ট্রাগল করেছে। এ বছরও যদি এমন কিছু হয় তাহলে এখান থেকে করে হওয়া আমাদের জন্য কঠিন হবে।'
বিজ্ঞাপন
‘ওই চিন্তা থেকেই আমরা ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনাদেরকে অনুরোধ করেছিলাম আমরা উনাদের সঙ্গে আলোচনা করতে চাই। ধন্যবাদ উনারা আমাদের পজিটিভ রেসপন্স করেছে এবং কালকে বসার তারিখ দিয়েছে। জিনিসটা হচ্ছে যেকোনো সমস্যার কারণে খেলোয়াড়রা তো সাফার করতে পারে না। ওই ভাবনাটা থেকেই এমন পদক্ষেপ নেয়া। আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, ওই দায়িত্ব থেকেই কাজটা করা।’
এসএইচ/এইচজেএস