ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার জনাথন ট্রট। কোচিং ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের সাফল্য গাঁথার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ২০২২ সালে রশিদ খানদের প্রধান কোচ হওয়ার পর থেকে আফগানিস্তান বড় টুর্নামেন্টে ক্রমাগত উন্নতির শিখরে ‍উঠে চলেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল হাতছাড়া হলেও প্রথমবার খেলেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। সেই আফগানদের সঙ্গে নাকি কোচ ট্রটের দূরত্ব চলছে!

রশিদদের প্রধান এই কোচ অভিযোগ তুলেছেন আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) দিকে। দুই সপ্তাহের ওপরে এসিবির কর্মকর্তা ও নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি ট্রটের। সর্বশেষ এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও অন্যতম ডাকহর্স মনে করা হচ্ছিল আফগানিস্তানকে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপপর্ব থেকেই তাদের বিদায় হয়। ওই টুর্নামেন্ট থেকেই যোগাযোগে দূরত্ব এসেছে বলে আফগান কোচ জানিয়েছেন।

এই মুহূর্তে জিম্বাবুয়েতে সিরিজ খেলছে আফগানিস্তান। সেখানেই দেশটির স্পোর্টসকাস্ট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জনাথন ট্রট বলেন, ‘আমার জন্য দুঃখজনক বিষয় হচ্ছে আমি স্কোয়াডে কোনো ইনপুট দিতে পারছি না। যোগাযোগ করতে পারছি না এসিবির শীর্ষ ম্যানেজমেন্ট অথবা প্রধান নির্বাচকের সঙ্গে। গত সপ্তাহ দুয়েক ধরে আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। চেয়ারম্যানকেও পাচ্ছি না, ফলে দল নির্বাচনে আমার কোনো ভূমিকা নেই। কেবল এই (জিম্বাবুয়ে সিরিজ) স্কোয়াডই নয়, এশিয়া কাপসহ কয়েকটি স্কোয়াড গঠনের সময় আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম।’

‘কোচ হিসেবে আমি মনে করি দলে কোনো কিছু বদলানো কিংবা যোগ করার বিষয়ে আপনার ধারণা থাকা উচিত। একাদশ কেমন হবে এটা বিষয় নয়। যখন কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে দল গঠনে আপনার কোনো অবদান থাকবে না তা সত্যিই হতাশার’, আরও যোগ করেন ট্রট। আফগানিস্তানের প্রধান কোচ পদে ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় আছেন সাবেক এই ইংলিশ তারকা। 

আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানদের সঙ্গে চুক্তির মেয়াদ জানিয়ে ট্রট বলেন, ‘(ভবিষ্যৎ সম্পর্কে) আমি জানি না। আমি চাই যোগাযোগটা চালু থাকুক। আমাকে বলা হয়েছিল (২০২৬) টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমার মেয়াদ, তার মানে আরও কয়েক মাস বাকি। এরপর দেখা যাবে প্রধান কোচ পদে আমার চাকরির ভবিষ্যৎ কী। আমার এখন মনোযোগ মোমেন্টাম তৈরির দিকে, নিশ্চিতভাবেই জিম্বাবুয়ের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ কঠিন হতে যাচ্ছে। সংক্ষিপ্ত সংস্করণের এই লড়াই রোমাঞ্চকর হবে, তাই সবার ফোকাসও সেদিকেই রয়েছে।’

জিম্বাবুয়ে সফরে এক টেস্টের সিরিজ খেলেছে আফগানিস্তান। যেখানে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। ২৯ অক্টোবর থেকে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

এএইচএস