চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের ম্যাচ ছিল এটি। ১৯ জুন প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সেদিন ম্যাচটি শেষ হতে দেয়নি আষাঢ়ে বৃষ্টি। নতুন সূচিতে পরের দিন আবার মাঠে নামে দুদল, এদিনও একই পরিণতি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় মাহমুদউল্লাহ রিয়াদ, ফরহাদ রেজাদের ম্যাচ শুরুর কথা থাকলেও বাগড়া দিয়েছে বৃষ্টি।

টানা বর্ষণে বেশ বিপাকে পড়েছে ডিপিএল আয়োজক সংস্থা সিসিডিএম। বৃষ্টির কারণে স্বস্তি মিলছে না কিছুতেই। প্রতিদিনই বন্ধ রাখতে হচ্ছে খেলা। তবুও সুপার লিগের প্রথম দুই রাউন্ডের ৬টি ম্যাচ থাকলেও ৫টি ম্যাচই শেষ করা গেছে। মিলেছে ফলাফল। কিন্তু গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি কিছুতেই শেষ করা যাচ্ছে না।

একই ম্যাচে আজ তৃতীয়বারের মতো মুখোমুখি হওয়ার কথা দুই দলের। আগের দুই বার মাঠে নামলেও বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে দেয়নি। আজ সকাল ৯টায় মিরপুরে ম্যাচে সূচি থাকলেও সকাল থেকে বৃষ্টি থাকায় টসও হয়নি। বৃষ্টি না থামায় আজও শঙ্কার মুখে সৌম্য সরকার, সাইফ হাসানদের ম্যাচ।

১৯ জুন দুই দল মুখোমুখি হলে সর্বসাকুল্য বল হয়েছিল ৯টি। ২০ জুন আবার মাঠে নামে তারা। এদিন খেলা হয় ১২ ওভার। যেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে।

মিরপুরে আজ আরও একটি খেলা আছে। রেলিগেশন ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

টিআইএস/এনইউ