শুভমান-সূর্যদের ‘গভীর সমুদ্রে ছুঁড়ে’ দিতে চান গম্ভীর
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ এই সাফল্য পেলেও দল নিয়ে ঠিক সন্তুষ্ট হতে পারছেন না কোচ গৌতম গম্ভীর। আগামী বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল এখনো গুছিয়ে ওঠেনি মনে করেন তিনি।
গম্ভীরের একটি সাক্ষাৎকারের ভিডিওর টিজার প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক মিনিটেরও কম সময়েও ওই ভিডিওতে সাবেক ভারতীয় ওপেনার জানালেন, তিন মাসের মধ্যে বিশ্বকাপের দল বেছে নিতে চান তিনি। গম্ভীর বললেন, ‘বিশ্বকাপের জন্য আমরা এখনো পুরো তৈরি নই। আশা করছি, ক্রিকেটাররা ফিট থাকার গুরুত্ব কতটা, সেটা বুঝবে। আমাদের হাতে এখনো তিন মাস আছে। তার মধ্যে দলকে তৈরি হতে হবে।’
বিজ্ঞাপন
বিশ্বকাপের আগে ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই দুটি সিরিজেই খেলোয়াড়দের যাচাই করা হবে।
খেলোয়াড়দের কঠিন পরীক্ষায় ফেলতে চান গম্ভীর, তাহলেই সেরাটা বেরিয়ে আসবে মনে করেন তিনি, ‘ক্রিকেটাররা কতটা দক্ষ তা দেখার ভালো উপায় হলো, ওদের গভীর সমুদ্রে ছুঁড়ে দাও। শুভমান যখন টেস্ট অধিনায়ক হয়েছিল, তখন ওর সঙ্গেও তাই করেছিলাম। কঠিন পরিস্থিতিতেই সেরা খেলাটা বেরিয়ে আসে।’
বিজ্ঞাপন
দলের ড্রেসিংরুম নিয়ে বেশ খুশি গম্ভীর, ‘আমাদের এই ড্রেসিংরুমে কোনো লুকোছাপা নেই। এখানে প্রত্যেকে খুব সৎ। আমরা তো এ রকমই একটা ড্রেসিংরুম চেয়েছিলাম।’
আপাতত টেস্ট ক্রিকেটে নজর ফেরাতে হচ্ছে গম্ভীরকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হচ্ছে লাল বলের ক্রিকেট সিরিজ। রবিবার রাতেই শুবমান ও কয়েকজন ক্রিকেটারের সঙ্গে গম্ভীর কলকাতায় চলে এসেছেন।
এফএইচএম/