২৪ কোটি টাকায় স্যামসনকে এনেও অধিনায়ক বানায়নি চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল গতকাল (শনিবার)। যেখানে বড় সংখ্যক খেলোয়াড় দল হারিয়েছেন। ট্রেডিংয়ের মাধ্যমে দল অদল-বদল করেছেন বেশ কয়েকজন। এর মধ্যে আলোচিত নাম সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা। স্যামসনকে ১৮ কোটি রুপিতে (২৪ কোটি ৭৮ লাখ টাকা) নিলেও অধিনায়ক করেনি চেন্নাই সুপার কিংস।
রাজস্থান রয়্যালস থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে নেওয়ার পর গুঞ্জন ছিল তাকেই বুঝি নতুন অধিনায়কত্ব দেবে চেন্নাই। তবে গত তিন আসরের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কেই ওই পদে রাখা হয়েছে। রাজস্থানসহ ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা আছে স্যামসনের, যার জন্য তিনি প্রশংসাও কুড়িয়েছেন। তবে এবারই আর্মব্যান্ড না পরলেও, চেন্নাইয়ের ভবিষ্যত অধিনায়ক মনে করা হচ্ছে দক্ষিণ ভারতের এই ক্রিকেটারকে।
বিজ্ঞাপন
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এর মাসখানেক আগেই ট্রেডিং উইন্ডোর ভিত্তিতে স্যামসন-জাদেজা-শামিরা দল বদলেছেন। স্যামসনের পরিবর্তে রাজস্থান রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে যুক্ত করেছে স্কোয়াডে। এক্ষেত্রে গত মেগা নিলামে ১৮ কোটি রুপি পাওয়া জাদেজার পারিশ্রমিক কমিয়ে ১৪ কোটি রুপি করা হয়েছে। আর কারানের অর্থমূল্য ২.৪ কোটি রুপি।
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
এদিকে, ২০২৩ আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই পরের আসরের শুরুতে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্ব রুতুরাজের হাতে হস্তান্তর করে। ওই মৌসুমে অল্পের জন্য প্লে-অফে উঠতে পারেনি অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ মৌসুমে রুতুরাজ মাঝপথেই চোটের জন্য ছিটকে যান। দলও ভালো করতে পারেনি, ১০ নম্বরে থেকে চেন্নাই আসর শেষ করে। আবারও অধিনায়কত্ব পাওয়া রুতুরাজ অন্যতম ধারাবাহিক ব্যাটারদের একজন। ৭১ ম্যাচে ৪০.৩৫ গড় এবং ১৩৭.৪৭ স্ট্রাইকরেটে তিনি ২৫০২ রান করেছেন।
বিজ্ঞাপন
নতুন মৌসুমের নিলামের আগে চেন্নাই ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। যা বাকি ৯ দলের চেয়ে সর্বোচ্চ। ফলে মিনি নিলামে ৪৩ কোটি টাকারও বেশি হাতে নিয়ে নামবে ধোনির দলটি। কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র, ওপেনার ডেভন কনওয়ে, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা এবং ভারতীয় দীপক হুদা ও বিজয় শঙ্করদেরও ছেড়ে দিয়েছে চেন্নাই।
এএইচএস