সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচে খেলা শেষে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। এরপর নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও একই ঘটনা দেখা গেছে। তবে এবার দৃষ্টিহীন নারী ক্রিকেট প্রতিযোগিয়াতায় হাত মেলালেন ভারত-পাকিস্তানের ক্রিকেটারারা।

শ্রীলঙ্কায় দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। সেখানেই খেলছে ভারত ও পাকিস্তান। গতকাল রোববার দুই দলের মধ্যকার খেলা ছিল।

ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই আগের মতো দৃশ্যই দেখা যাবে। কিন্তু খেলাশেষে দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে হাত মেলান। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরেছেন।

খেলা শেষে শুধু হাত মেলানোই নয়, একই বাসে চড়ে হোটেল থেকে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলঙ্কার টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে।

এই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০.২ ওভারে রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এইচজেএস