স্পিন জালেই বাংলাদেশকে আটকাতে চায় আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে ইনিংস ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। সেই হারের ক্ষত না ভুলতেই এবার শেষ টেস্টে নামতে যাচ্ছে তারা। আগামী বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই টেস্টে স্পিন দিয়েই টাইগারদের চ্যালেঞ্জ জানাতে চান আইরিশ কোচ হেইনরিখ মালান।
আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেছেন, ‘ইতিহাসই বলে দিচ্ছে, এখানে বেশি স্পিন হয়। বাংলাদেশ লম্বা সময় ধরে এক পেসার, ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। ফলে আমরাও আশা করছি বল এখানে বেশি স্পিন করবে। আশা করছি আমাদের কম্বিনেশনটা সেভাবে ঠিক করতে পারব যেন ম্যাচের ৫ দিনই ভালো জায়গায় থাকতে পারি।’
বিজ্ঞাপন
কোচ আরও বলেন, ‘হ্যাঁ, এখানে (মিরপুরে) ফিরতে পারাটা আমাদের জন্য ভালো সুযোগ। ২০২৩ সালে এখানে আমরা ম্যাচ খেলেছিলাম। কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা রয়েছে আমাদের। সিলেটে যে ম্যাচ হেরেছি সেখান থেকে কিছু শেখার ব্যাপার রয়েছে। আশা করি এখানে সেগুলো কাজে লাগাতে পারব এবং প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’
উইকেটের কন্ডিশন বুঝে খেলতে হবে বলে মনে করেন মালান। তিনি বলেন, ‘ভারসাম্য খুঁজে পেতে হবে আমাদেরকে। আমরা গত কিছুদিনে অনেক ক্রিকেট খেলিনি। যত বেশি খেলব তত বেশি শিখতে পারব তত দ্রুত ভালো হতে পারব। সিলেটে দেখবেন দ্বিতীয় ইনিংসে আমরা ভিন্ন অ্যাপ্রোচে গিয়েছিলাম। পরিস্থিতি বুঝে, কন্ডিশন বুঝে আমাদের খেলতে হবে।'
বিজ্ঞাপন
'টেস্ট ম্যাচে ধারাবাহিক হতে হবে। সামনের কয়েক দিনে এখানে উন্নতি করতেই হবে আমাদেরকে। (বেশি বাঁহাতি) আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। বাঁহাতিরা অনেক ক্ষেত্রে ভালোই করেছে। মাঝেমধ্যে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন বোলারদের চ্যালেঞ্জে ফেলে দেয়।’-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস