টেস্ট ক্রিকেটে প্রতিদিন ৯০ ওভার খেলার নিয়ম, তবে নিদিষ্ট সময় থাকলে আরো খেলা যেতে পারে। তবে মিরপুরে আজ বাংলাদেশের বিপক্ষে একদিনে ৯০ ওভারের বেশি বল করতে চায়নি আয়ারল্যান্ড। আর নির্দিষ্ট সময়ও ছিল না বেশি ওভার খেলার মতো। ফলে আজ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও মাইলফলক ছোঁয়া হলো না তার।

বাংলাদেশের ইনিংসের তখন ৮৬তম ওভার চলছিল, দিনের খেলা বাকি ছিল আরও ২১ মিনিট। তখন থেকে সময় ক্ষেপন করতে থাকে আইরিশরা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৯০ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। আর মুশফিকও সেঞ্চুরি করতে পারেননি এদিন।

শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। আগামীকাল নতুন দিন সকালে আর ১ রান করলেই ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

তবে বাংলাদেশের ইচ্ছা ছিল, প্রথম দিনের শেষ বিকেলেই সেঞ্চুরি নিশ্চিত করার। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন মুমিনুল হক।

তিনি বলেন, 'হ্যাঁ (আমরা আরেক ওভার খেলতে চাচ্ছিলাম)। কে চাইবে না (আরেক ওভার খেলতে)। এই সময় তো সবাই চাইবে। কারণ দুইজনেরই মাইলস্টোন ছিল। একজনের ফিফটি, একজনের সেঞ্চুরি। অবশ্যই যে কেউ চাইবে এই সময় করার জন্য। ওরা অবশ্যই স্লো করেছে। অনেক স্লো ছিল। আমাদের সবাই চাচ্ছিল (আরেক ওভার)।'

এসএইচ/এইচজেএস