আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই দশক কাটিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। সেই শুরুর দিন থেকে পরিশ্রম, চেষ্টা-মননে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার এমন পরিশ্রমের ফল হিসেবে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দারুণ কীর্তি গড়েছেন। পরে শততম টেস্টে সেঞ্চুরি করে প্রবেশ করেছেন এলিট ক্লাবেও।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ দল। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানিয়েছেন, তার ক্যারিয়ারের পেছনে বড় ত্যাগ স্বীকার করেছেন তার স্ত্রী। অন্যদের তুলনায় বেশি অনুশীলন, বাইরে থাকা। পরে জানান ঘরে ‘শান্তি’ না থাকলে এটা সম্ভব হতো না।

মুশফিক বলেন, ‘আমি আসলেই একজন বোরিং পার্সন (বিরক্তিকর মানুষ)। আমি প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। শুধু সততা আছে আমার হাতে। আমার জন্য সবচেয়ে বড় সেক্রিফাইস করেছে আমার ওয়াইফ (স্ত্রী)। আমি অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। ঘরে ওমন পরিবেশ না থাকলে কোনো দিন হতো না।’

ক্যারিয়ার নিয়ে খুশি বলেও জানিয়েছেন মুশফিক। ক্যারিয়ার ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে, ‘নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন এক-দুইজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।'

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, 'আমার দুটো বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।'

এসএইচ/এফআই