বিপিএল খেলা হচ্ছে না রোহানতদৌলা বর্ষণের
২০২৩ সালে যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। দারুণ পারফর্ম করে অল্প সময়েই সবার নজরে আসেন ডানহাতি এই পেসার। ২০২৪ সালের বিপিএলেও বর্ষণ দুটি ম্যাচ খেলেছিলেন। এরপরই তার তিক্ত সময় শুরু, পায়ের ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে তিনি।
বর্ষণ গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন। পরবর্তী ১৮ মাস ধরেই লড়ছেন ইনজুরির সঙ্গে। কথা ছিল চলমান লাল বলের ক্রিকেট দিয়ে ফিরবেন তবে সেটিও হচ্ছে না। আরো তিন মাসের বিশ্রামে থাকতে হচ্ছে বর্ষণকে। যে কারণে আসন্ন বিপিএলেও দেখা যাবে না তাকে।
বিজ্ঞাপন
এদিকে আলিস আল ইসলাম ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া মুশফিক হাসান ফিরতে যাচ্ছেন বিপিএল দিয়ে। ড্রাফটের লিস্টে থাকবেন অভিষেক দাস অরণ্যও। যদিও এবারও থাকছেন না পেস বোলার আশিকুজ্জামান।
এবারের আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ২৬ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২০ জানুয়ারি। শুরুতে চলতি মাসের ১৭ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি পিছিয়ে ২১ নভেম্বর করা হয়েছিল। এরপর নতুন দিন ঠিক করা হয় ২৩ নভেম্বর (রোববার)। তবে সেই তারিখেও পরিবর্তন করে ৩০ নভেম্বর হবে বিপিএল অকশন।
বিজ্ঞাপন
এসএইচ/এফআই