জয়-মুমিনুলদের মন খারাপের কারণ জানালেন আশরাফুল
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রান করেছে বাংলাদেশ দল। তাতে সফরকারীদের সামনে ৫০৯ রানের লক্ষ্য দিতে পেরেছে তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা সেট হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ।
মাহমুদুল হাসান জয় আগের ম্যাচে ১৭১ রান করেছিলেন। মুমিনুল হক মিরপুরে দুইবার পঞ্চাশ পার করলেও একশ ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন। তাদের সেট হয়েও ইনিংস আরো লম্বা করতে পারছেন না।
বিজ্ঞাপন
দিনের খেলা শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘না খেলছে না, এরকম কিন্তু না। তারা কিন্তু তাদের উইকেটটা ছুড়ে আসছে না। যদি দেখেন এই দুটা টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের উইকেট, ভালো বলে আউট হয়েছে।’
ভালো বলে আউট হলে অভিযোগ না করে ইতিবাচক থাকার কথা বললেন আশরাফুল, ‘ভালো বলে যখন আউট হয়, সেই সময় আসলে অভিযোগ না করে আমাদের মনে হয় ইতিবাচক কথা বলাটাই ভালো।’
বিজ্ঞাপন
আশরাফুলের মতে, বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া হলে ব্যাটারদের মন খারাপ থাকে। জয়-মুমিনুলদের নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ। তারা যদি ১০০-২০০ করতো তাদেরই রান বেশি হতো। ঠিক না? তো অবশ্যই আমি আশা করি, আমরা ইতিবাচক চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাআল্লাহ।’
এসএইচ/এফএইচএম