নুরুল হাসান সোহান/ওয়ালটন

সীমিত ওভারের ক্রিকেটে তার ক্যারিয়ার থেমে ছিল সেই শুরুতেই। টেস্ট ক্যারিয়ারটাই একটু ‘দীর্ঘ’ সময় পেয়েছে তার, সেই টেস্টটাও সর্বশেষ খেলেছেন সেই ২০১৮ সালে। নুরুল হাসান সোহানের অপেক্ষাটা অবশেষে শেষ হয়েছে, ফিরেছেন জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটের দলেই।

তবে তাকে দলে আনার পেছনে যে পারফর্ম্যান্সের অবদান বেশি, সেটা তিনি দিয়ে চলেছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এখানে ১৪ ইনিংসে তিনি রান তুলেছেন ৩৪৬ টি, ১৫২ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে তার গড়টাও ঈর্ষণীয়, ৩৮.৪৪!

কার্যকরিতা নিয়ে যদি প্রশ্ন আসে, সেখানেও নুরুল হাসান উতরে যাবেন লেটারমার্ক পেয়েই। চলতি ডিপিএলে তিনি খেলেছেন ছয়টি ত্রিশোর্ধ্ব ইনিংস। এর ভেতর আছে মোহামেডানের বিপক্ষে ৪৬ রানে ৩ উইকেট হারানোর পর নেমে ৩৪ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংসটি। এরপর লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩০ বলে করা ৪৪, প্রাইম ব্যাংকের বিপক্ষে উইকেটে প্রলয়নাচন তুলে করা ১৭ বলে ৪৪, প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ২৪ বলে ৪২ রানের ইনিংসও। এক প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি প্রত্যেকটা ম্যাচেই জিতেছে তার দল ধানমন্ডি। 

তার উইকেটকিপিং আর উইকেটের পেছনে প্রাণবন্ত উপস্থিতি ইত্যাদি গুণে দলকেও করেছে উজ্জীবিত। তাতেই তো তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব চলে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষ চারে। 

এবার ব্যক্তি পর্যায়েও সোহান পেলেন ধারাবাহিকতার পুরস্কার। ডাক পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের দলেই। আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে রওনা হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে বাংলাদেশ টেস্ট খেলবে একটি, এরপর তিনটি করে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ৭ জুলাই একমাত্র টেস্টটি শুরু হবে। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডের তিন ম্যাচ। ২৩ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ জুলাই।

এনইউ/এটি