যে কারণে মার্শাল-শুভাগতদের শুভেচ্ছা জানালেন বুলবুল
ঢাকা বিভাগের ব্যাটসম্যান মার্শাল আয়ুব প্রথম শ্রেণির ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছেন। এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মার্শাল। একই দিনে, ময়মনসিংহ বিভাগের অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এনসিএলের খুলনা বিভাগে বিপক্ষে ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬,০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক অর্জন করেন।
বিজ্ঞাপন
এর আগে এই মাসে, ১৩ নভেম্বর, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার হয়েছেন। তার আগে ছিলেন আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়র।
এ ছাড়া সম্প্রতি সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট–শিকারি হন তাইজুল। তিনি ২৫০ টেস্ট উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার।
বিজ্ঞাপন
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিন খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, 'মার্শাল, শুভাগত এবং তাইজুল সবাই দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার সাথে খেলে যাচ্ছেন। এই মাইলফলকগুলো তাদের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতি অঙ্গীকার এবং লঙ্গার ভার্সনের প্রতি গুরুত্বেরই প্রতিফলন।'
'তাদের অর্জন বহু বছরের প্রচেষ্টা ও দৃঢ়তার ফল। তারা তরুণ ক্রিকেটারদের জন্য অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন—ধৈর্য, শৃঙ্খলা এবং ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের প্রতি সত্যিকারের আবেগ থাকলে কী অর্জন করা যায়, তা তারা প্রমাণ করেছেন।'
এসএইচ/এইচজেএস