বিসিবির আমন্ত্রণে যোগ দিচ্ছেন না লিগ বর্জন করা ক্লাব কর্মকর্তারা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবসমূহকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। ২৫ নভেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। মূলত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৪৩ ক্লাব বয়কটের ঘোষণা দিয়েছিল। সেটি এখনও সমাধান হয়নি, ফলে শঙ্কা রয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে।
তবে বয়কটের ডাক দেওয়া ক্লাব কর্মকর্তারা ২৯ নভেম্বর বিসিবির সঙ্গে বসবেন কি না সেটি নিয়ে আজ বৈঠক করেন। বৈঠকে উপস্থিত থাকা শীর্ষ এক ক্রীড়া সংগঠক ঢাকা পোস্টকে জানিয়েছেন, তারা এই আমন্ত্রেণে যোগ দিচ্ছেন না। সুতরাং লিগেও খেলবে না এই ৪৩ ক্লাব। নতুন করে উদয়উচাল ক্লাব যোগ দিয়েছে না খেলার পক্ষে এমনটি জানা গিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বিসিবির পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকার ক্লাবসমূহের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রের আয়োজন করেছি।
এই চা-চক্রে ক্লাবগুলোর সঙ্গে যেকোনো অসামাধানকৃত বিষয় নিয়ে আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে বিশ্বাস করে বিসিবি।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস