অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।
ইহসানউল্লাহ খানকে দলে নিয়েছে নোয়াখালী
বিদেশিদের 'বি' ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ইহসানউল্লাহ খান। ২৮ হাজার ডলারে তাকে দলে নিয়েছে নোয়াখালী।
প্রথম বিদেশি হিসেবে নিলামে দল পেলেন ডিকভেলা
বিদেশি ক্রিকেটারদের 'এ' ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন নিরোশান ডিকভেলাকে ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলারে দলে নিয়েছে চট্টগ্রাম।
৩৫ হাজারে সিলেটে অ্যাঞ্জেলো ম্যথিউস। ৫৫ হাজার ডলারে ঢাকায় দাসুন শানাকা।
দ্বিতীয় ডাকে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক
প্রথম ডাকে অবিক্রিত ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। 'বি' ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে তাদের দ্বিতীয়বার নিলামে তোলা হয়। বিপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে দ্বিতীয়বার নিলামে তোলা হলে তার ক্যাটাগরি অবনতি হয়ে একধাপ নিচে যাবে। তাতে কমবে ভিত্তিমূল্য। তবে মুশফিক-মাহমুদউল্লাহর মতো বর্ষীয়ান ক্রিকেটারদের প্রতি সম্মান দেখিয়ে আগের ভিত্তিমূল্যেই দলে নেওয়ার প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিরা।
মাহমুদউল্লাহকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। মুশফিককেও একই মূল্যে দলে নিয়েছে রাজশাহী।
রাজশাহীতে ওয়াসি সিদ্দিকী
ইফতেখার হোসেন ইফতি ১৪ লাখে রংপুরে। ১৯ লাখে ওয়াসি সিদ্দিকিকে নিয়েছে রাজশাহী।
প্রথম পর্ব শেষে বিপিএল নিলামে কোন দলের কত টাকা বাকি
চট্টগ্রাম রয়্যালস— ১ কোটি ৩৫ লাখ টাকা, ঢাকা ক্যাপিটালস— ১ কোটি ৬২ লাখ টাকা, নোয়াখালী এক্সপ্রেস— ২ কোটি ৪০ লাখ টাকা, রংপুর রাইডার্স— ১ কোটি ৮ লাখ টাকা, রাজশাহী ওয়ারিয়র্স— ১ কোটি ৬৩ লাখ টাকা, সিলেট টাইটান্স— ২ কোটি ৪০ লাখ।
দ্বিতীয় ডাকে দল পেলেন এবাদত
শুরুতে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে ২২ লাখ টাকায় এবাদতকে দলে নিয়েছে সিলেট টাইটানস। একইভাবে নোয়াখালী নিয়েছে রেজাউর রহমান রাজাকে, নাঈম হাসানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।
নাসিরকে দলে ভেড়াল ঢাকা
১৮ লাখে নাসিরকে দলে ভিড়িয়েছে ঢাকা। আর কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ না দেখানোয় ভিত্তি মূল্যে পেয়েছে ঢাকা।
সাব্বিরকে দলে ভিড়িয়েছে ঢাকা
আকবর আলীকে ৩৪ লাখে দলে নিয়েছে রাজশাহী। ২২ লাখে মাহফিজুল ইসলাম রবিনকে দলে নিয়েছে চট্টগ্রাম। ২৮ লাখ টাকায় সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে ঢাকা।
৫২ লাখে ঢাকায় মোহাম্মদ মিঠুন
২২ লাখে আফিফ হোসেনকে দলে নিয়েছে সিলেট। আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। ইবাদত হোসেন অবিক্রিত থেকেছেন। মাহমুদুল হাসান জয়কে ৩৭ লাখে তাকে দলে নেয় চট্টগ্রাম। ৫২ লাখে ঢাকা দলে নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। নাহিদ রানাকে ৫৬ লাখে দলে নিয়েছে রংপুর।
৩৫ লাখে নোয়াখালীতে জাকের
বি ক্যাটাগরি থেকে জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে নোয়াখালী। তাদের ভিত্তি মূল্য ৩৫ লাখে দুজনকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
৬৫ লাখে রাজশাহীতে সাকিব
৩৫ লাখ টাকায় পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। এরপর তানজিম সাকিবের নাম ওঠে নিলামে। শেষ পর্যন্ত ৬৫ লাখে তাকে দলে নেয় রাজশাহী। মোহাম্মদ সাইফউদ্দিন দলে নিতে লড়াইয়ে বেশ কয়েকটি দল। তাকে ৬৮ লাখে তাকে দলে নেয় ঢাকা। খালেদ আহমেদকে ৪৭ লাখে দলে নেয় সিলেট।
রংপুরে হৃদয়, ঢাকায় শামীম
৯২ লাখে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম পাটোয়ারিকে পেতে ৫৬ লাখ খরচ করেছে ঢাকা ক্যাপিটালস।
চট্টগ্রামে শরিফুল
বি ক্যাটাগরি থেকে দ্বিতীয় নাম ওঠে শরিফুল ইসলামের। তাকে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। তাকে শেষ পর্যন্ত ৪৪ লাখ টাকায় দলে ভেড়ায় চট্টগ্রাম।
অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ
বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ।
রংপুরে লিটন
৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে।
১ কোটি ১০ লাখে চট্টগ্রাম রয়্যালসে নাঈম শেখ
নিলামের শুরুতেই ডাকা হয় নাঈম শেখের নাম। এই ওপেনার আছেন 'এ' ক্যাটাগরিতে। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ টাকা। ১ কোটি ১০ লাখে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।
এইচজেএস