হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ টানা জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যেখানে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। এমন বোলিংয়ের প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও।

প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। তাতে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসার উঠে এসেছেন ৮ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে তিনিই সবার উপরে।

উন্নতি হয়েছে শেখ মেহেদীরও। প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না। তবে শেষ দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। তাতে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই অফ স্পিনার।

আরেক স্পিনার রিশাদ হোসেনও দারুণ বোলিং করেছিলেন সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজে। তাতে উন্নতি করেছেন এই লেগি। প্রথম ম্যাচে এক উইকেটের পর সিরিজের শেষ ম্যাচে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট। যার ফলে ৫ ধাপ এগিয়ে ১৯ নম্বরে জায়গা করে নিয়েছেন রিশাদ। পাঁচ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদেরও। তিনি আছেন ২৫ নম্বরে।

ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮ নম্বরে উঠে এসেছেন পারভেজ ইমন।

এইচজেএস