লঙ্কান ক্রিকেটারকে ছাড়ল চট্টগ্রাম, শুরু থেকে থাকছেন আবরার
গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গিয়েছে বিপিএলের নিলাম। যেখানে চট্টগ্রাম রয়্যালস শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরাকে দলে ভিড়িয়েছিল। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম। মূলত বিসিবি থেকে তাকে খেলানোর অনুমতি মেলেনি, যে কারণে দলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ছেড়ে দিলো দলটি।
এদিকে পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদের শুরু থেকে বিপিএল খেলার শঙ্কা থাকলেও সেটি আর নেই। প্রথম ম্যাচ থেকেই বিপিএলে খেলবেন এই লেগস্পিনার।
বিজ্ঞাপন
আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসরের পর্দা উঠছে সিলেটে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিপিএলের ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি। ফাইনালের জন্য ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।
চট্টগ্রাম রয়্যালস দল :
বিজ্ঞাপন
শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ), নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ টাকা)।
এসএইচ/এফএইচএম