দুঃসংবাদ পেল ভারত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ভারতকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করেছে ভারত। আইসিসির মন্থর ওভার রেটের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ওই খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ফলে মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারত অধিনায়ক লোকেশ রাহুল এই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
বিজ্ঞাপন
ঐ ম্যাচে অবশ্য জিতেছিল ভারত। বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিতে ৩৫৮ রান করে ভারত। বড় সংগ্রহের পর ৪ উইকেটের জয় পায় রাহুলের দল।
এইচজেএস