পিএসএলের নতুন চ্যাম্পিয়ন মুলতান সুলতানস
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগের পাঁচ আসরে একবারও ফাইনাল খেলা হয়নি মুলতান সুলতানসের। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত দলটির। বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করে পেশাওয়ার জালমিকে ২০৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল মোহাম্মদ রেজওয়ানের দল। তবে পাহাড়সম টার্গেট টপকাতে নেমে মাত্র ১৫৯ রানে থামে ওয়াহাব রিয়াজরা। এতে ৪৭ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে মুলতান সুলতানস।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে মুলতান সুলতানস। উদ্বোধনি জুটিতেই ভালো শুরু পায় তারা। ৬৮ রান যোগ করেন দুই ওপেনার শান মাসুদ ও রেজওয়ান। মাসুদ ২৯ বল খেলে ৩৭ রান করে আউট হন পেশাওয়ার জালমির বোলার মোহাম্মদ ইমরানের বলে। খানিক পর ইমরানের দ্বিতীয় শিকার হন রেজওয়ান। মুলতানের অধিনায়ক থামেন ৩০ বলে সমান ৩০ রান করে।
বিজ্ঞাপন
তৃতীয় উইকেট জুটিতে দলের বিদেশি রিক্রুট রাইলি রুশোকে নিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফর্ম করা শোয়েব মাকসুদ। তাদের পার্টিনারশিপ থেকে আসে ৯৮ রান। দুজনই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। রুশো ৫০ রান করে আউট হন গুলের বলে। তার আগে ২১ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩টি ছয়ের মারে।
থামানো যায়নি মাকসুদকে। ৩৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। প্রায় ১৮৬ স্ট্রাইক রেটে ব্যাট করে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে তোলা এই ডানহাতি ব্যাটসম্যান। রুশো ও মাকসুদের ব্যাটে চেপে দলীয় রান দুইশ ছাড়ায় মুলতান সুলতানস। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৬ রানের বিশাল পুঁজি পায় তারা।
বিজ্ঞাপন
২০৭ রানের পাহাড় টপকাতে নেমে দলীয় রান পঞ্চশ ছোঁয়ার আগে হযরতউল্লাহ জাজাই ও জোনাথন ওয়েলসের উইকেট হারিয়ে বসে পেশাওয়ার জালমি। কামরান আকমল ৩৬ রান করে আউট হওয়ার পর চতুর্থ উইকেটে লড়াই জমিয়ে তুলেছিলেন শোয়েব মালিক ও রভম্যান পাওয়েল। তাদের পার্টনারশিপ থেকে আসে ৬৬ রান। ১২৪ রানের মাথায় এই জুটি ভাঙার পর জয়ের বন্দর থেকে ক্রমাগত দূরে সরে যায় পেশাওয়ার। মালিক আউট হন ২৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে।
মুলতানসের ইমরান তাহির ইনিংসের ১৭তম ওভার ও তার করা শেষ ওভারে বল করতে এসে ৩ উইকেট তুলে নিয়ে পেশাওয়ারকে লড়াই থেকে একেবারেই ছিটকে দেন। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে পেশাওয়ার। এতে ৪৭ রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে মুলতান সুলতানস।
টিআইএস