কোহলির সামনে শুধু রোহিত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা পূরণ করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। আগে থেকে শীর্ষে থাকা রোহিতের ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি। দুই ধাপ এগিয়ে ব্যাটার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছেন তিনি। রোহিতের সঙ্গে তার ব্যবধান মাত্র ৮ পয়েন্টের।
৩৭ বছর বয়সী কোহলি সবশেষ শীর্ষে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। পাকিস্তানের বাবর আজম তাকে হটিয়ে দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের পারফরম্যান্স দিয়ে আবার এক নম্বরে ওঠার হাতছানি কোহলির সামনে। ডানহাতি ব্যাটার তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩০২ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন। বিশাখাপত্তমে অপরাজিত ৬৫ রান তাকে সবশেষ র্যাংকিংয়ে দুই ধাপ উপরে তুলেছে। আর রোহিত সিরিজে ১৪৬ রান করে শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিজ্ঞাপন
আগামী ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত, সেখানে রোহিত ও কোহলির মধ্যে চলবে শীর্ষস্থান ধরে রাখা ও কেড়ে নেওয়ার লড়াই।
এছাড়া ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল দুই ধাপ লাফিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১২তম হয়েছেন। কুলদীপ যাদব বোলার র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে।
বিজ্ঞাপন
প্রথম দুই অ্যাশেজ টেস্টে ১৮ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র ৯ ধাপ এগিয়ে ১৫তম এবং টম ল্যাথাম ৬ ধাপ উপরে উঠে ৩৪তম। কেন উইলিয়ামসন (২) ও স্টিভ স্মিথ (৩) এক ধাপ করে এগিয়ে শীর্ষ ব্যাটার জো রুটের পরে।
ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (১৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮তম) ও জাস্টিন গ্রিভস (১৬ ধাপ এগিয়ে ৬০তম) টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন। ক্রাইস্টচার্চে ৭ উইকেট নিয়ে তাদের পেসার কেমার রোচ পাঁচ ধাপ লাফ দিয়েছেন।
এফএইচএম/