টি-টোয়েন্টিতে ভারতকে সর্বোচ্চ ম্যাচ হারানোর রেকর্ড প্রোটিয়াদের
কুইন্টন ডি কক সেঞ্চুরির হতাশা নিয়ে ফিরলেও, দক্ষিণ আফ্রিকার বড় পুঁজির ভিতটা গড়ে দিয়েছেন প্রথম ইনিংসে। এরপর ওটনিয়েল বার্টম্যান ও মার্কো জানসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের বিপক্ষে সিরিজে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। তাদের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়ায় সূর্যকুমার যাদবের দল ১৬২ রানেই গুটিয়ে গেছে। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল এইডেন মার্করামের দল।
নিউ চন্ডিগড়ের মুল্যানপুরে গতকাল (বৃহস্পতিবার) পুরুষ ক্রিকেটে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের অভিষেক হলো হার দিয়ে। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭৬ রানের লক্ষ্য দিয়ে প্রোটিয়াদের মাত্র ৭৪ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। একপেশে জয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সফরকারীরা পাঁচ ম্যাচের এই লড়াইয়ে সমতা টেনেছে।
বিজ্ঞাপন
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আগ্রাসী ছিলেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার ডি কক। অন্যপ্রান্তে রান তুলতে হিমশিম খাওয়া রেজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করতেই ভরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে যান। এরপর অধিনায়ক মার্করামের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ডি কক। যদিও সেখানে বাঁ-হাতি এই ওপেনারেরই বড় অবদান। যদিও ডি কক আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে আউট হলেন ৯০ রানে।
বিজ্ঞাপন
মূলত এজ হয়ে বল পেছনে চলে গেছে মনে করে সিঙ্গেল রান নেওয়ার চেষ্টায় ছিলেন এই প্রোটিয়া তারকা। কিন্তু উইকেটরক্ষক জিতেশ শর্মা বল নিয়ন্ত্রণ নিয়ে স্টাম্প ভাঙতে ভুল করেননি। ফলে ৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯০ রানে থামে ডি ককের ইনিংস। এরপর মার্করাম ২৬ বলে ২৯ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ১৪ রানে আউট হয়ে যান। শেষদিকে ক্যামিও ইনিংস খেলে বড় পুঁজি গড়েন ডেভিড মিলার (১২ বলে ২০) ও দোনোভান পেরেইরা (১৬ বলে ৩০)। ভারতের পক্ষে ভরুণ ২ ও অক্ষর প্যাটেল ১ উইকেট শিকার করেছেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাক নিয়ে আউট ভারতীয় ওপেনার শুভমান গিল। এর আগে প্রথম ম্যাচেও তিনি মাত্র ৪ রানে ফেরেন। সেটি সামলে অভিষেক ব্যাট হাতে ঝড় তোলার আভাস দিলেও, ৮ বলে ২ ছক্কায় গড়া ১৭ রানের ইনিংস থামে তার। এরপর সূর্যকুমার যাদব (৪ বলে ৫) ও অক্ষর প্যাটেল (২১ বলে ২১) দলের ওপর চাপ বাড়িয়ে ফেরেন। প্রায় শেষ পর্যন্ত একা লড়েছেন তিলক ভার্মা। এ ছাড়া কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬২ রান করেন তিলক। এ ছাড়া জিতেশ শর্মা ১৭ বলে ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ রান করেন।
এতদিন পর্যন্ত টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১২ ম্যাচ জয়ের যৌথ রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও প্রোটিয়াদের। ১৩তম জয়ে সবাইকে সেটিকেও ছাড়িয়ে গেল ডি কক-মার্করামরা। তাদের পক্ষে মাত্র ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ওটনিয়েল বার্টম্যান। এ ছাড়া লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও লুথো সিপামলা শিকার করেন ২টি করে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৪ ডিসেম্বর ধর্মশালায়।
এএইচএস