বয়কট করা ক্লাব নিয়েই প্রথম বিভাগ ক্রিকেটের সূচি প্রকাশ বিসিবির
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন ঢাকার ৪৫টি ক্লাবের সংগঠকরা। এ ছাড়া বর্তমান কমিটির অধীনে তারা কোনো ক্রিকেটীয় কার্যক্রমেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। সে কারণে কয়েক দফা পিছিয়েছে প্রথম বিভাগ ক্রিকেট শুরুর সময়। অবশেষে ১৪ ডিসেম্বর থেকে ২০ দল নিয়ে এই লিগ মাঠে গড়াচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬ মৌসুমের সূচি ঘোষণা করেছে বিসিবি। ২০ দলের টুর্নামেন্ট হলেও এই লিগে অংশ না নেওয়ার কথা জানিয়েছিল সূর্যতরুণ, ওরিয়েন্ট, আম্বার স্পোর্টিং, পারটেক্স স্পোর্টিং, কাকরাইল বয়েজ, খেলাঘর, কলাবাগান ও গাজী টায়ার্সের মতো ক্লাব। তবে লিগ বয়কটের ডাক দেওয়া বেশকিছু ক্লাবের নামও সূচিতে দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
২০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। লিগের ‘এ’ গ্রুপে রয়েছে– পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ঢাকা ইউনাইটেড এবং বাারিধারা ড্রেজলার্স।
বিজ্ঞাপন
‘বি’ গ্রুপে খেলবে– শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ স্মৃতি, শেখ জামাল ক্রিকেটার্স, সূর্যতরুণ ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
প্রথম বিভাগের লিগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি ভেন্যু হিসেবে রাখা হয়েছে বিকেএসপি ৩ ও ৪ নম্বর গ্রাউন্ড, নারায়ণগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর গ্রাউন্ড এবং আমিন বাজারের সিলিকন সিটি গ্রাউন্ডকে।
এসএইচ/এএইচএস