আরব আমিরাতের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ভারত অনূর্ধ্ব–১৯ দল। তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে যুব ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও গড়েছে যুবা ভারতীয়রা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আমিরাতের বিপক্ষে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩৩ রান তুলেছে তারা। যা যুব এশিয়া কাপেরও নতুন সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। মাত্র ৯৫ বলে ১৭১ রান করেছেন বৈভব।

এর আগে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বাংলাদেশের দখলে। ২০১২ সালের ২৩ জুন কাতারের বিপক্ষে টাইগাররা করেছিল ৩৬৪ রান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে ২০৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। সূর্যবংশীরা আজ সেই রেকর্ডটিই টপকে গেল।

শুক্রবার দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে আয়ুশ মহাত্রের দল। যার শুরুটা করেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই আকাশছোঁয়া সংগ্রহ পায় ভারত।

সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪৩৩ রানে থামে ভারত অনূর্ধ্ব–১৯ দল। এতেই একাধিক রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে দলটি। যুব এশিয়া কাপে ৪৯২০ দিন পর সর্বোচ্চ রানের রেকর্ড নিজেদের করে নিয়েছে ভারত। এর আগে দলটির সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৫৪ রান।

এ ছাড়া যুব ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের দেখা পেয়েছে ভারত। এর আগে তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪২৫ রান। ২০০৪ যুব বিশ্বকাপে ঢাকায় স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবার চার শতাধিক রানের মাইলফলক ছুঁয়েছিল তারা। যদিও যুব ওয়ানডেতে ৪৮০ রান করে এখনো শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

এফআই