ভারত-পাকিস্তানের ব্যাটার ঝড় তুললেও অক্ষত সৌম্যর রেকর্ড
ভারত ও পাকিস্তানের তরুণ দুই ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও সামির মিনহাস নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুজনেই ভিন্ন ম্যাচে দুইশর হাতছানি পেয়েছিলেন। কিন্তু পারেননি। তাতে যুব এশিয়া কাপ ইতিহাসে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের সর্বোচ্চ ইনিংস অক্ষত থাকল।
বৈভব আজ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেন। ৮৪ বলে পেরিয়ে যান ১৫০ রান। ডাবল সেঞ্চুরির হাতছানি নিয়ে শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রানে থামেন। ৯ চার ও ১৪টি ছক্কা ছিল। যুব ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হাঁকালেন বৈভব। ২০০৮ সালে ১২ ছয় মারা নামিবিয়া ব্যাটার মাইকেল হিলের রেকর্ড ভাঙেন তিনি। তার ব্যাটে চড়ে রেকর্ড ৪৩৩ রান করা ভারত ম্যাচটি জেতে ২৩৪ রানে।
বিজ্ঞাপন
এদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তানের ওপেনার সামির ১৪৮ বলে ১১ চার ও ৮ ছয়ে ১৭৭ রানে অপরাজিত ছিলেন। ১২২ বলে সেঞ্চুরি করেন তিনি। তারপর মালয়েশিয়াকে ৪৮ রানে গুটিয়ে দিয়ে ২৯৭ রানে জয় পায় ৩৪৫ রান করা পাকিস্তান।
সামির ও বৈভবের মারমুখী ব্যাটিংয়ে সৌম্যর রেকর্ড রান হুমকির মুখে পড়েছিল। শেষ পর্যন্ত কেউই পারেননি দুইশ পার করতে। ২০১২ হসালে কাতারের বিপক্ষে এশিয়া কাপে ২০৯ রান করেছিলেন বাংলাদেশি ব্যাটার। তার ১৩৫ বলের ইনিংসে ছিল ২৭ চার ও ৮ ছয়। ৩৬৩ রান করে ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৩২৮ রানে। আবু হায়দার রনি ৫.৪ ওভারে ৯ উইকেট নেন ১০ রান খরচায়।
বিজ্ঞাপন
এফএইচএম/