টি-টোয়েন্টিতে ৮১ বলে ১৪ চার ও ২৩ ছক্কায় ২২৯
স্কট এডওয়ার্ডস
ভিক্টোরিয়ায় অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের জার্সিতে খেলছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডে উইলিয়ামস ল্যান্ডিংয়ের বিপক্ষে দানবীয় ব্যাটিং করলেন তিনি। পেয়ে গেলেন ২০ ওভারের ক্রিকেটে বিরল ডাবল সেঞ্চুরির দেখা, যদিও তার এই ইনিংস আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে না।
গতকাল (বৃহস্পতিবার) প্রথম ওভারে এডওয়ার্ডস ১১ রান তোলেন। তারপর ফাস্ট বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানের বিপক্ষে চতুর্থ ওভারে তিনটি বাউন্ডারি। কিছুক্ষণ পর টানা দুটি ছয় মেরে ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।
বিজ্ঞাপন
ইনিংসের মাঝপথে স্মরণীয় সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন এডওয়ার্ডস, তখনই ওপেনিং পার্টনার সাবেক মেলবোর্ন স্টার্স খেলোয়াড় লালচান বাঙ্গসকে হারান। এই জুটিতে ১১তম ওভারে ১৫০ করেন অ্যাল্টোনা। ওপেনিং জুটি ভাঙার তিন বল পর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেন এডওয়ার্ডস।
গ্রেড ক্রিকেট আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি স্বীকৃতি না পাওয়ায় এই ইনিংসকে এডওয়ার্ডসের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি হিসেবে ধরা হবে না। নেদারল্যান্ডস অধিনায়ক এখানে থামেননি। ১৭তম ওভারে ১৫০ রান করেন তিনি। তারপর টর্নেডো চালান মাঠজুড়ে। শেষ চার ওভারে ১৪টি বাউন্ডারি মারেন ডাচ ব্যাটার, যার মধ্যে ১২টি ছয়। ১৬তম ওভারে ২ উইকেটে ২১২ রান করা অ্যাল্টোনা ইনিংস শেষ করে ২ উইকেটে ৩০৪ রানে। এডওয়ার্ডস ৮১ বলে ১৪ চার ও ২৩ ছয়ে ২২৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার স্ট্রাইক রেট ২৮২.৭১।
বিজ্ঞাপন
এটা স্বীকৃতি টি-টোয়েন্টি ম্যাচ হলে এডওয়ার্ডস ক্রিস গেইলের রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতেন। ২০১৩ সালে ১৭৫ রান করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ধরে রেখেছেন গেইল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এডওয়ার্ডসের সর্বোচ্চ রান ৯৯, কোনো ফরম্যাটে তার সেঞ্চুরি নেই।
এফএইচএম/