বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরে দল আরও ভারী করল রাজশাহী ওয়ারিয়র্স। তাদের শক্তিশালী লাইনআপে এবার যুক্ত করা হয়েছে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামকে।

বিপিএল নিলামের আগে নোয়াখালী এক্সপ্রেস নিশামকে কেনার আগ্রহ দেখায়। প্রাথমিকভাবে আলোচনা চলছিল দুই পক্ষের। কিন্তু পারিশ্রমিক বেশি দিয়ে তাকে দলে টানল রাজশাহী।

রাজশাহী তাদের ফেসবুক পেজে তাকে নেওয়ার ঘোষণা দিয়েছে, ‘দুর্গে স্বাগতম। জেমস নিশাম রাজশাহী ওয়ারিয়র্স পরিবারে যোগ দিলেন। ওয়ারিয়র্স প্রস্তুত... আপনি?’

গত বিপিএলে ফরচুন বরিশালের ক্রিকেটার ছিলেন নিশাম। ফাইনালের আগে বাংলাদেশে এলেও তাকে খেলায়নি ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হওয়া দলটি। তার আগে ২০২৪ সালে রংপুর রাইডার্সের হয়ে খেলেন কিউই তারকা। ওই আসরে সাত ম্যাচ খেলে ১৬৭.২৪ স্ট্রাইক রেটে ২৯১ রান করেন। তিনটি ফিফটি করেন নিশাম, বল হাতে পান চার উইকেট।

নিউজিল্যান্ডের জার্সিতে নিশাম ৯৩ টি-টোয়েন্টি খেলে ১৩২৮ রান করার পাশাপাশি নেন ৫৬ উইকেট।

দুবাই ক্যাপিটালসের হয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলছেন নিশাম। তিনি ছাড়াও বিদেশিদের মধ্যে রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলী।

এফএইচএম/