নাথান লিয়ন ও প্যাট কামিন্স

অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারছেন না উসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচে হয়তো দেখা যেতে পারে এই ওপেনারকে। জেক ওয়েদারাল্ড-ট্রাভিস হেড জুটির ওপর ভরসা রাখছেন নির্বাচকরা।

প্রত্যাশিতভাবে একাদশে ফিরেছেন দুই বোলিং তারকা। অধিনায়ক প্যাট কামিন্স ও অফস্পিনার নাথান লিয়নকে ডাকা হয়েছে দলে। বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি কামিন্স। ইনজুরির কারণে লম্বা বিরতির পর ৩২ বছর বয়সী পেসার এবার অ্যাডিলেডে খেলার অপেক্ষায়। 

স্টিভেন স্মিথ অসুস্থতার কারণে সোমবারের অনুশীলন করতে পারেননি। আজ (মঙ্গলবার) সবার আগে নেটে ব্যাট করতে নামেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক।

২-০ তে সিরিজে এগিয়ে থেকে ১৭ ডিসেম্বর তৃতীয় ম্যাচ খেলবে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

এফএইচএম/