আইপিএলের ১৯তম আসরের নিলাম আজ (মঙ্গলবার)। আবুধাবিতে বসবে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় কেনার আসর। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চোখ থাকবে এই অনুষ্ঠানে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান দল পাবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। এছাড়া নিলামে আছেন ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার ও লিয়াম লিভিংস্টোনের মতো বড় তারকারা। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সর্বোচ্চ ৬৪.৩ কোটি রুপির বাজেট নিয়ে নিলামে অংশ নিচ্ছে। এই নিলামের আগে যা জানা দরকার, জেনে নেওয়া যেতে পারে:

নিলাম কখন

আজ আবুধাবিতে স্থানীয় সময় বেলা ১টায় শুরু হবে একদিনের এই অনুষ্ঠান। ভারতের সময়ে বেলা আড়াইটা, এবং বাংলাদেশে তিনটায় শুরু হবে নিলাম। স্টার স্পোর্টস ১ ও ২ এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

নিলামে ৩৬৯ ক্রিকেটার

প্রাথমিক তালিকায় হাজারের বেশি ক্রিকেটাররা নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জন করা হয়। তারপর নতুন করে ৯ জনকে যুক্ত করলেও পরে বাদ দেওয়া হয়। নিলামের অনুষ্ঠান শুরুর আগের দিন নতুন করে আরও ১৯ জনকে যুক্ত করা হয়েছে। তাতে মোট ৩৬৯ ক্রিকেটারকে নিয়ে হবে নিলাম।

কোন ক্যাটাগরিতে কতজন ক্রিকেটার

এবারের নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্যে ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যুনতম মূল্য ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ১০ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির ন্যুনতম মূল্য ১ কোটি ৫০ লাথ। তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরি পর্যন্ত ন্যুনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি। 

পাঁচটি সেটে খেলোয়াড় কেনা

নিলামে নজর থাকবে প্রথম পাঁচটি সেটের উপর। এই পাঁচটি সেটেই রয়েছেন প্রথম সারির ক্রিকেটাররা। প্রথম সেটে রয়েছেন ব্যাটারেরা। তারা হলেন- ডেভন কনওয়ে, জেক ফ্রেজ়ার ম্যাকগুর্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ় খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ। দ্বিতীয় সেটে অলরাউন্ডারেরা, সেখানে জায়গা পেয়েছেন- গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীপক হুদা, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র। তৃতীয় সেটে উইকেটরক্ষকদের রাখা হয়েছে। তারা হলেন- ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি’কক, বেন ডাকেট, রহমানুল্লা গুরবাজ় ও জেমি স্মিথ। চতুর্থ সেটে পেসারদের তালিকায় রয়েছেন- জেরাল্ড কোয়েটজি, আকাশ দীপ, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, অনরিখ নোখিয়ে ও মাথিশা পাথিরানা। পঞ্চম সেটে রয়েছেন স্পিনারদের তালিকায়- রবি বিষ্ণোয়, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

স্কোয়াডে সর্বোচ্চ কতজন

একটি স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে পারবে, তার মধ্যে সর্বোচ্চ ৮ জন বিদেশি। আর ন্যুনতম ১৮ জনকে নিতেই হবে।

কোন দলের কাছে কত বাজেট

আইপিএলের ১০ দলের কাছে মোট ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। নিলামে ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নামবে তারা। ৪৩ কোটি ৪০ লাখ রুপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের আছে ২৫ কোটি ৫০ লাখ। লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লাখ, দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লাখ, রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লাখ, গুজরাট টাইটান্স ১২ কোটি ৯০ লাখ ও পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লাখ রুপি নিয়ে নিলামে নামবে। সবচেয়ে কম ২ কোটি ৭৫ লাখ রুপি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। 

কোন দল কতজন ক্রিকেটার কিনতে পারবে

৭৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। তার মধ্যে ৬ জন বিদেশি কিনতে পারবে তারা। ১০ জন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে হায়দরাবাদের। তবে ২ জনের বেশি বিদেশি কিনতে পারবে না তারা। চেন্নাই কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। তার মধ্যে ৪ জন বিদেশির জায়গা বাকি। রাজস্থানও সর্বাধিক ৯ জনকে কিনতে পারবে। তবে মাত্র ১ জন বিদেশি কিনতে পারবে তারা।

সর্বাধিক ৮ জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি ও বেঙ্গালুরু। তবে বিদেশি ক্রিকেটার বেশি বাকি দিল্লির। তারা ৫ বিদেশিকে কিনতে পারবে। সেখানে বেঙ্গালুরু কিনতে পারবে ২ বিদেশি। লখনউ সর্বাধিক ৬ ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে ৪ বিদেশির জায়গা বাকি। ৫ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে গুজরাট ও মুম্বাইয়ের। গুজরাট ৪ বিদেশি কিনতে পারবে। তবে মুম্বাই ১ বিদেশির বেশি কিনতে পারবে না। সবচেয়ে কম ৪ ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পাঞ্জাবের। তার মধ্যে ২ জন বিদেশি।

যে আনক্যাপড খেলোয়াড়রা চমকে দিতে পারে

জম্মু কাশ্মিরের অলরাউন্ডার আকিব নবী ও রাজস্থান ফাস্ট বোলার অশোক শর্মা ফ্র্যাঞ্চাইজি স্কাউট ও কোচদের মাধ্যমে নিলামে। উত্তর প্রদেশ অলরাউন্ডার প্রশান্ত বীর ও রাজস্থান উইকেটকিপার ব্যাটার কার্তিক শর্মা নজরে থাকবেন। গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা বাঁহাতি রিস্ট স্পিনার ভিগনেশ পুথুরও চমক দেখানোর অপেক্ষায়।

নিলামে যে তারকারা নেই

বাংলাদেশের সাকিব আল হাসান প্রাথমিক তালিকাতে থাকলেও পরে বাদ পড়েন। নিলামে না থাকা আরেক বড় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ফাফ ডু প্লেসি ও মঈন আলীও নাম নিবন্ধন করেননি। কলকাতা ছেড়ে দেওয়ার পর আইপিএল থেকে অবসর নিয়ে একই ফ্র্যাঞ্চাইজির পাওয়ার কোচ হয়েছেন আন্দ্রে রাসেল।

নিলামে বাংলাদেশের কতজন

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। একমাত্র বাংলাদেশি হিসেবে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার।

রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরিফুল, তানজিম। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

এফএইচএম/