ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতদিন এই রেকর্ডে সবার ওপরে ছিলেন অস্ট্রেলিয়ারই আরেক তারকা মিচেল স্টার্ক। এই কলকাতাই ২০২৪ আসরে এই তারকাকে ২৪ কোটি ৭৫ রুপিতে নিয়েছিল। তাকে ছাড়িয়ে গেলেও গ্রিনের স্বস্তি অবশ্য কিছুটা কমিয়ে দিয়েছে আইপিএলের বিচিত্র নিয়ম

নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপি দাম উঠলেও গ্রিন ৭ কোটি ২০ লাখ রুপি কম পাবেন। এবারের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র এক নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যেখানে বলা হয়েছে– দর কষাকষি শেষে কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি রুপির বেশি দিতে পারবে না তার ফ্র্যাঞ্চাইজি। তবে এর চেয়ে বেশি দামে কেনা হলে বাকি রুপি খরচ করা হবে ক্রিকেটারদের উন্নতিতে। অর্থাৎ, নিলামে গ্রিনের দাম যাই উঠুক, তিনি নিয়ম অনুসারে ১৮ কোটি রুপিই পাবেন।

অস্ট্রেলিয়ান এই ২৬ বছর বয়সী তারকার নিলামে পাওয়া বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে। বিদেশি ক্রিকেটারদের মিনি নিলামে অনেক বেশি দামে বিক্রির প্রবণতা থেকেই নতুন নিয়মটি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। মিনি নিলামে বিদেশি ক্রিকেটারেরা যাতে অস্বাভাবিক দাম না পান, সেটা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এরকম নিয়ম প্রণয়নের অনুরোধ করা হয়েছিল।

মিনি নিলামে এর আগে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স ও স্টার্ক। ২০২৪ সালে বিদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। সেবার আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপি ছাড়ান কামিন্স, তাকে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রায় এক দশক পর আইপিএলে ফেরা স্টার্ক একই দিনেই ভেঙে দেন সেই রেকর্ড। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে নেয় কলকাতা। তবে এবার স্বদেশি গ্রিন উভয়কেই ছাড়িয়ে গেলেও কামিন্স-স্টার্কের সমান টাকাও পাবেন না।

প্রসঙ্গত, আজ (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলে মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করবে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত কলকাতায় নাম লেখান গ্রিন।

এএইচএস