বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। প্রায় এক যুগ হতে চলল খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন তিনি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব।

গেল সপ্তাহে ঢাকায় এসে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। তবে তাসকিন আহমেদ সেই রেকর্ড ভাঙবেন, এমন আশা ব্যক্ত করেন তিনি, ‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’

শোয়েবের ওই বক্তব্যের পর তাসকিন এনিয়ে মুখ খুললেন। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে হারের পর শারজা ওয়ারিয়র্সের তারকা পেসার বললেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় যে শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমাকে এটা বলেছে (রেকর্ড ভাঙা প্রসঙ্গে)। যদিও উনার রেকর্ড ভাঙা খুবই কঠিন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।’

বাংলাদেশের ক্রিকেটে শোয়েব বড় ছাপ ফেলতে পারবেন আশা তাসকিনের, ‘শোয়েব আখতারকে ধন্যবাদ যে তিনি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। উনার থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করবো। সেই অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।’

বর্তমানে তাসকিনের মতো আইএল টি-টোয়েন্টি খেলছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভবিষ্যতে এসব টুর্নামেন্টে আরো বাংলাদেশি চান এই পেসার, ‘এখন আমরা ৩ জন বাংলাদেশি ক্রিকেটার খেলছি আইএলটি-২০ তে। চাইব ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বড় হোক, আরও ক্রিকেটার খেলুক। কারণ টাফ কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। বোলারদের জন্য এই কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং। প্রতিটা মুহূর্ত থেকে শেখার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।’

এসএইচ/এফএইচএম