বিপিএলের ১২তম আসর মাঠে গড়াতে যাচ্ছে ২৬ ডিসেম্বর থেকে। সেই লক্ষ্যে আগেভাগেই অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে আজ (রোববার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন আকবর আলি। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দলের উইকেটকিপিংয়ে দেখা যাবে কাকে। জানালেন, ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি আকবর। 

মুশফিকুর রহিমের কাছ থেকে শিখতে চান তিনি। কিপিং প্রসঙ্গে আকবর বলেন, ‘এটা আসলে পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে কে কী করবে। তবে মুশফিক ভাইয়ের কথা যদি বলেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় আশীর্বাদ। আমি বলব যে তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। আমরাও চেষ্টা করব তার থেকে যতটা সম্ভব নেওয়ার।’

উইকেটকিপিংয়ে অবশ্য মুশফিককেই এগিয়ে রাখছেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার, ‘এটা তো আসলে সময়ই বলে দেবে। কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবেই মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে। কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা বেশি উপভোগ করে, মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যখন করে তখন সে অনেক ইনভলভড থাকে।’

তিনি আরও বলছেন, ‘আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে, যেকোনো বোলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। মুশফিক যদি কিপার হয় নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে। যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে। সে কিপিং করতে চাইলে ম্যাচে তার প্রাধান্যটা বেশি থাকবে।’

এসএইচ/এএইচএস