ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিলো আফগানিস্তান
সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশই এখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনে গুরুত্ব দিচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে আফগানিস্তান।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন একটি টি–টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জানা গেছে প্রথম আসরে পাঁচটি দল অংশ নেবে। ২০২৬ সালের অক্টোবরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি।
আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।
বিজ্ঞাপন
আগামী বছরে জুন জুলাইতে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে চায় এসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, 'প্রথম আসরে পাঁচটি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এখানে আফগানিস্তানের শীর্ষ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন আন্তর্জাতিক মানের বিদেশি পেশাদার এবং উদীয়মান স্থানীয় প্রতিভারা খেলবে।'
এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, 'আফগানিস্তান প্রিমিয়ার লিগ আমাদের ক্রিকেট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বৈশ্বিক মঞ্চে আফগানিস্তান ক্রিকেটকে তুলে ধরবে।'
বিজ্ঞাপন
২০১৮ সালেও তারা ঘটা করে ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করেছিল। তবে বিভিন্ন কারণে এক আসর পরেই টুর্নামেন্টটি থেমে যায়। ওই আসরে খেলেছিলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারা।
এইচজেএস