বিপিএলে এবারের আসরেও রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। দলের হয়ে প্রথম দিনের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই স্পিড স্টার। সেখানে এসেছে মুস্তাফিজুর রহমানের কথাও। এই দুই পেসার জুটি বেঁধে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। 

মুস্তাফিজকে নিয়ে নাহিদ বলেন, 'যখনই উনার সাথে থাকি অনেক কিছু শেয়ার করে। আমিও এগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সামনে সুযোগ এলে জিনিসগুলো কাজে লাগাব।'

'ফিজ ভাইয়ের মতো বোলার বিশ্বে খুব কমই আছে। বিশ্ব ক্রিকেটে ডমিনেট করে খেলছে, মাশাআল্লাহ। উনার সাথে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার আছে। জাতীয় দলে খেলেছি, ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে পারছি।'

আইপিএলে খেলার স্বপ্ন দেখেন কি না? এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, 'স্বপ্ন একটাই ছিল, জাতীয় দলে খেলা। সামনে জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে।'

এসএইচ/এইচজেএস