৪ বলে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। আজ শারজায় গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। এই জয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ।
৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি এই পেসার। প্রথম ওভারে ভালো করতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারেই ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। সেই ওভারে মাত্র ৬ রান খরচায় নেন তিন উইকেট।
বিজ্ঞাপন
চতুর্দশ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসেই আলো ছড়ান তিনি। বাঁহাতি পেসারের প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হয়েছেন জেমস ভিন্স। তৃতীয় বলে সিঙ্গেল নেন কাইল মেয়ার্স। তবে চতুর্থ বলে ব্যাট হাতে ঝড় তোলা আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান মুস্তাফিজ। পরের বলে আউট করেছেন শন ডিকসনকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটা হতে দেননি মার্ক অ্যাডায়ার। সেই ওভারে মাত্র ৬ রান খরচায় নেন তিন উইকেট।
ম্যাচ ঘুরিয়ে দেয়া বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজ। ম্যাচসেরার পুরষ্কার জিতে মোস্তাফিজ বলেন, ‘স্লোয়ার বল আমার সহজাত। শুরু থেকেই আমি এটা করতে পারি। আমার বিশ্বাস আছে, এই বলেই আমি সফল হব। দলের প্রয়োজনে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
বিজ্ঞাপন
এইচজেএস