আগের ম্যাচে কিছুটা খরুচে ছিলেন রিশাদ হোসেন। তাতে হেরেছিল তার দল। এবার মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করলেন। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি একটি উইকেটও পেয়েছেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে রিশাদের শিকার একটি উইকেট। তাতে জিতেছে হোবার্ট হ্যারিকেন্স।

১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় হোবার্ট। জেসন বেহরনডর্ফের বলে রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ডও বেশিক্ষণ টিকতে পারেননি। বেহনডর্ফের শিকার হওয়ার আগে করেছেন ৮ রান।

দ্রুতই দুই উইকেট হারানোর পর হোবার্টকে পথ দেখান নিখিল ও ম্যাকডরমট। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ২৯ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন নিখিল। সবমিলিয়ে ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেন নিখিল। ম্যাকডরমট অপরাজিত ছিলেন ৪৯ রান করে।

এর আগে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করছে রেনেগেডস। তাদের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন টিম সেইফার্ট। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ এবং হাসান খান ২৩ রান করেছেন।

এইচজেএস